Mud Tsunami (Photo Credit: Twitter)

ইতালিতে কাদার স্রোত। কার্যত কাদার সুনামি শুরু হল ইতালির একটি শহরে। বারদোনেচিয়া নামে ইতালির ওই শহরে আচমকা কাদার স্রোত বইতে শুরু করে। যা রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর, সবকিছু ঢেকে দেয়। বড় বড় গাছও ঢেকে দেয় ওই কাদার স্রোত। ইতালির ওই শহরের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন...