দিল্লি, ১৭ অগাস্ট: বিশ্বের একাধিক প্রান্তে দাপট দেখাচ্ছে মাঙ্কিপক্স (Monkeypox)। বিশ্বের যে দেশগুলিতে মাঙ্কিপক্স এক নাগাড়ে থাবা বসাচ্ছে, সেখানে টিকাকরণের প্রয়োজন। এমনই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর (WHO) ডিরেক্টর টেডরস আধানম জানান, গোটা বিশ্বে অএই মুহূর্তে ৩৫ হাজার মাঙ্কিপক্সের সংক্রমণ নথিভুক্ত হয়েছে। প্রায় ৯২টি দেশে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। মৃত্যু হয়েছে ১২ জনের।
শুধু তাই নয়, গত সপ্তাহেই ৭৫০০ জন মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। ফলে শুধুমাত্র গত সপ্তাহেই মাঙ্কিপক্সের সংক্রমণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানান টেডরস আধানম। গত সপ্তাহে যেভাবে এক ধাক্কায় মাঙ্কিপক্সের সংক্রমণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তা আগে কখনও হয়নি বলেও জানানো হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।
More than 35,000 cases of #monkeypox have now been reported to WHO, from 92 countries and territories, with 12 deaths. Almost 7,500 cases were reported last week, a 20% increase over the previous week, which was also 20% more than the week before: WHO DG Dr Tedros Adhanom pic.twitter.com/YtMa0Sm3EF
— ANI (@ANI) August 17, 2022
গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। দিল্লি এবং কেরলে পরপর বেশ কয়েকজনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। কেরলে বিদেশ থেকে ফিরতেই পরপর ৩ জনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। যা নিয়ে দক্ষিণের রাজ্যে চাঞ্চল্য ছড়ায়। এরপর রাজধানী শহরেও মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়লে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।