Trump Nuclear War: নোবেল শান্তি পুরস্কারের দিকে চোখ থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে এবার পরমাণু যুদ্ধের (Nuclear War) কথা। ট্রাম্প সরাসরি জানিয়েছেন, তাঁর দেশ পরমাণু যুদ্ধের জন্য সবরকমভাবে প্রস্তুত। গতকাল, রাতে রাশিয়া (Russia)-র জলসীমার কাছে দুটি পরমাণু-চালিত সাবমেরিন মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রাক্তন প্রেসিডেন্ট তথা পুতিনের (Putin) কাছে লোক হিসাবে পরিচিত দিমিত্রি মেদভেদেভ জানিয়েছিলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ হতে পারে। মেদভেদেভ ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন, "রাশিয়া কিন্তু ইজরায়েল বা ইরান নয়, যে উনি ৫০ দিনের হুমকি দেবেন আর আমরা চুপ করে যাবো।" এরপরই ট্রাম্প সরাসরি পরমাণু যুদ্ধের কথা বললেন। এই ট্রাম্পই কদিন আগে ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে পরমাণু বোমার ব্যবহারের আশঙ্কা করেছিলেন। প্রসঙ্গত, ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত করেছে পাকিস্তান ও ইজরায়েল।
ট্রাম্পের কথায় গা করছেন না পুতিন, তাতেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট
তাঁর যুদ্ধবিরতির হুমকির প্রস্তাবে কোনও সাড়া দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামাতে পুতিনকে ১৫ দিনের যে চরমসীমা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে কোনও কথাই বলছে না। এদিকে, নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিংহাসনে বসার ২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। তিনি না থাকলেও বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে বলেও ট্রাম্প আশঙ্কা করেন। আরও পড়ুন-রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবে না ভারত, দাবি ট্রাম্পের
দেখুন খবরটি
Trump promised to end the Ukraine war in 24 hours.
Now he’s deploying nuclear submarine.
Donald Trump is a pathetic fraud. pic.twitter.com/FVey795chN
— ADAM (@AdameMedia) August 1, 2025
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা রাখতে পারেননি ট্রাম্প
ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ৬ মাস কেটে গিয়েছে, সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও পুরোদমে চলছে। একটা সময় পুতিনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দেখানো ট্রাম্প আচমকাই রাশিয়ার ওপর অতিরিক্ত রাগ দেখাচ্ছেন। একটা সময় হোয়াইটহাউসে ডেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে অপমান করে যুদ্ধের জন্য দায়ি করেছিলেন। এখন আবার আচমকা যুদ্ধের জন্য সরাসরি পুতিনকে কাঠগড়ায় তুলছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে দিন ১৫ সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তার হুমকিতে কাজ না হওয়ায়, এবার ট্রাম্প চরম পদক্ষেপের হুমকি দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট পরোক্ষ পদক্ষেপে রাশিয়াকে পরমাণু বোমার হুমকিও দেখাচ্ছেন।