Donald Trump India Oil Russia: রাশিয়ার (Russia) কাছ থেকে আর তেল (Oil) কিনবে না ভারত! এমন দাবি করে ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জাানলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সরকার (India) কিছু জানানোর আগেই যুদ্ধবিরতির মত ট্রাম্প (Trump) দাবি করলেন এই কথা। ভারতের অর্থনীতি নিয়ে অপমানজনক কথা বলে ২৫ শতাংশ শুল্ক (Tariff) আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে দেশের রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। এবার ট্রাম্পের অবাক দাবি। মার্কিন প্রেসিডেন্টের এবার দাবি, তিনি নাকি শুনেছেন ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবেন না। তব ট্রাম্প এটাও বলেছেন, তিনি ভারতের রাশিয়ার থেকে তেল না কেনার সিদ্ধান্তটি ঠিক না ভুল জানেন না। তা না জেনেই ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারপর বলেছেন , আমরা দেখবো কী হয়। মানে এত বড় একটা সিদ্ধান্তের শুধু শুনেই যাচাই না করেই স্বাগত জানিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ভারতের অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে
প্রসঙ্গত, ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০% রাশিয়া থেকে আসে বলে সংবাদমাধ্যে প্রকাশ। এটি দৈনিক প্রায় ২ থেকে ২.২ মিলিয়ন ব্যারেল তেলের সমান, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। ট্রাম্পের এমন দাবির পর ভারত সরকার কী জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ট্রাম্পের দাবি নিয়ে সরাসরি কিছু বলেন কিনা সেটাই দেখার।
দেখুন ভারতের তেল কেনা নিয়ে কী দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
'I understand that India is no longer going to be buying oil from Russia. That's what I heard, I don't know if that's right or not. That is a good step. We will see what happens', US President Donald Trump says pic.twitter.com/34wylfqhN6
— Sidhant Sibal (@sidhant) August 2, 2025
ট্রাম্পের দাবি, একটা সময় আসবে যখন পাকিস্তানের থেকে তেল কিনবে ভারত
ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার থেকে তেল কেনা বাড়িয়েছে ভারত। আর ট্রাম্প চাইছেন, ভারত ভ্লাদামির পুতিনের দেশের থেকে তেল যাতে না কেনে। ট্রাম্প গতকাল দাবি করেছিলেন, পাকিস্তানের থেকে তেল কিনবে ভারত। পাকিস্তানে নতুন তেলের মজুদ উন্নয়নে সহায়তা করতে তৈরি। এদিন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, "আমি শুনেছি, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। তবে এটা আমি শুধুই শুনেছি, সেটা ঠিক কি না, আমি জানি না। এটা ভাল পদক্ষেপ। এবার কী হয়, তা দেখা যাবে।"
ট্রাম্প এখন পুতিনের ওপর ক্ষুব্ধ
একটা সময় পুতিনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দেখানো ট্রাম্প আচমকাই রাশিয়ার ওপর অতিরিক্ত রাগ দেখাচ্ছেন। একটা সময় হোয়াইটহাউসে ডেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে অপমান করে যুদ্ধের জন্য দায়ি করেছিলেন। এখন আবার আচমকা যুদ্ধের জন্য সরাসরি পুতিনকে কাঠগড়ায় তুলছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে দিন ১৫ সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তার হুমকিতে কাজ না হওয়ায়, এবার ট্রাম্প চরম পদক্ষেপের হুমকি দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট পরোক্ষ পদক্ষেপে রাশিয়াকে পরমাণু বোমার হুমকিও দেখাচ্ছেন। তাই শত্রুর বন্ধুদেরও এখন শত্রু হিসাবেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের গুড বুকে আছে পাকিস্তান।