Us Police (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১ ডিসেম্বর: বছর ২০-র এক ভারতীয় ছাত্রকে (Indian Student) মারধরের অভিযোগে গ্রেফতার করা হল ৩ জনকে। মার্কিন যুক্তরাষ্ট্রের (US) মিসৌরির পুলিশের তরফে পরপর ৩ জনকে গ্রেফতার করা হয় এক ভারতীয় ছাত্রকে মারধর করে ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগে। মিসৌরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত বছর ২০-র ছাত্রকে প্রথমে আটক করে মারধর করা হয়। এরপর তাঁকে আমেরিকারই একটি বাড়িতে বন্দি বানিয়ে রাখা হয়। ওই ভারতীয় ছাত্রকে উদ্ধারের পর তাঁরে শরীরে একাধিক ক্ষতর দাগ দেখা যায়। প্রায় ৭ মাস ধরে ওই ভারতীয় পড়ুয়াকে ঘরের ভিতর আটকে রেখে মারধর করা হয় বলে খবর। ওই ঘটনায় সংশ্লিষ্ট ।ছাত্রের এক তুতো ভাই এবং তার দুই বন্ধুকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।

আরও পড়ুন: US: আমেরিকায় পড়তে গিয়ে হিংসার শিকার, লড়াই চালিয়ে মৃত ক্ষতবিক্ষত ভারতীয় পড়ুয়া

উদ্ধারের পরও ওই ভারতীয় ছাত্রের নাম প্রকাশ করেনি পুলিশ। তাঁর সঙ্গে যাতে আর কোনও অঘটন না ঘটে,তার জন্য সব সময় সংশ্লিষ্ট যুবকের উপর নজরদারি চালানো হচ্ছে।পাশাপাশি নির্যাতিত ছাত্রের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা হয়, সে বিষয়েও দেওয়া হচ্ছে জোর।