Representational Image (Photo Credits: Pixabay)

হায়দরাবাদ, ৯ অক্টোবর: মার্কিন মুলুকে পড়াশোনা করতে গিয়ে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। আমেরিকার ইন্ডিয়ানায় সম্প্রতি বছর ২৪-এর ভারতীয় যুবককে জিমের মধ্যে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন চিকিৎসার পর অবশেষে মৃত্যু হয় ওই ভারতীয় ছাত্রের । গত ২৯ অক্টোবর ইন্ডিয়ানায় বরুণ নামে ওই ভারতীয় ছাত্রের উপর হামলা চালানো হয়। এলোপাথাড়ি মারধর  করা হয় বছর ২৪-এর ওই যুবককে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, শেষ পর্যন্ত মৃত্যু হয় বরুণের।

তেলাঙ্গানার খাম্মামের বাসিন্দা বরুণ রাজ পূজা নামে ওই যুবক ২০২২ সালে আমেরিকায় যান স্নাকোত্তর পড়াশোনা করতে। খাম্মাম থেকে আমেরিকায় পাড়ি দিয়ে পড়াশোনার পাশাপাশি বরুণ জিমে গিয়ে শরীর চর্চাও করতেন। সেখানে ঘটে অঘটন। আচমকা বরুণের উপর হামলা চালিয়ে তাঁকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। বেশ কয়েকদিন লড়াই চালানোর পর  অবশেষে মৃত্যু হয় বরুণের।