ওয়াশিংটন, ২৯ মে: চিনা ছাত্রদের (Chinese students) গুপ্তচরবৃত্তি রুখতে কড়া পদক্ষেপ নেবে আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত ঘোষণার আগেই একথা বলেন সেদেশের স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। এর আগেই ট্রাম্প জানিয়েছেন যে শুক্রবার চিনের উপরে একটি সাংবাদিক সম্মেলন করবেন। মূলত হংকং প্রসঙ্গ ও করোনাভাইরাস মহামারী নিয়েই চলবে আলোচনা। চিন তেকে আমেরিকায় পড়েতে আসা গ্রাজুয়েট পড়ুয়াদের নিয়ে একপ্রস্থ আলোচনা আগেই হয়েছে। চিনা ছাত্ররা এদেশ পড়তে আসে গুপ্তচরের কাজ করুক তা মেনে নেওয়া হবে না। ট্রাম্প বলেন, “আমি আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জ নিলাম।” শুক্রবারের সাংবাদিক সম্মেলনে চিনা পড়ুয়াদের দেশ ছাড়ার প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কি না তা সম্পর্কে ফক্স নিউজে মুখ খোলেননি পম্পেও।
বরং তিনি বলেন, “আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে যে চিন থেকে পড়তে আসা পড়ুয়ারা এখানে চিনা কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করেছে কি না তা দেখা।” এদিকে নিউ ইয়র্ক টাইমসের খবর বলছে, চিনা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত এমন প্রায় হাজার খানেক পড়ুয়ার ভিসা বাতিল প্রসঙ্গে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফে তথ্য দেওয়া হলেই এনিয়ে সরকার আগে পদক্ষেপ নেবে। ভারত ও চিন থেকেই বেশি পড়ুয়া মার্কিন মুলুকে পড়তে আসে। করোনার প্রাবল্যে সেই স্রোত কিছুটা কমেছে। এই প্রসঙ্গে পম্পেও আরও বলেন, এটি কমিউনিস্ট চিন্তাধারা বিরোধী বা বর্ণবিদ্বেষী কোনও বিষয় নয়। চিনারা বেশ ভাল। আরও পড়ুন- Coronavirus Cases In India: দেশে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯ জন, গত ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা ৭ হাজার ৪৬৬
ট্রাম্পের শুক্রবারের সাংবাদিক সম্মেলনের বিষয় নিয়ে মুখ খুলতে রাজি না হলেও পম্পেওর দাবি আমেরিকা চিনের আচরণে খুশি নয়। পম্পেও কংগ্রেসম্যান ঘোষিত হওয়ার দুদিন পরেই এই সাংবাদিক সম্মেলন করবেন। হংকংকে দীর্ঘদিন নিজেদের অধীনে রাখতে পারবে না চিন। তেমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল বেজিং। হংকং আগে মূলত ব্রিটেনের উপনিবেশ ছিল। ১৯৯৭ সালে বেজিংয়ের হাতে হংকং-কে ছেড়ে দেওয়া হয়। হংকংয়ের সমাজক্রমীদের বাণিজ্যিক রাজধানীর সুবিধা খর্ব করতে চীন সেখানকার মানুষের উপরে সুরক্ষা আইনের খসড়া চাপেত উটেপড়ে লেগেছে। আর তানিয়ে গত বছর থেকে উত্তপ্ত হংকং। এদিকে করোনাভাইরাস নিয়ে এমনিতেই চিনের উপরে বেজায় খেপে আছেন ট্রাম্প। আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা লক্ষাধিক। ট্রাম্প এই মর্মে আগেই বলেছেন, বাজে উপহার দিয়েছে চিন।