Journalist Rajeev Sharma Arrested: চিনা গোয়েন্দা সংস্থার কাছে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগ, দিল্লিতে গ্রেপ্তার ফ্রিল্যান্স সাংবাদিক
Delhi Police | Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৯ সেপ্টেম্বর: চিনা গোয়েন্দা সংস্থার (Chinese intelligence) কাছে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে এক ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল (Delhi Police)। ধৃতের নাম রাজীব শর্মা (Rajeev Sharma)। দিল্লী পুলিশ শুক্রবার জানিয়েছে, রাজীব শর্মাকে অফিসিয়াল সিক্রেটস আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্পেশাল সেলের ডিসিপি সঞ্জীব যাদব বলেন,"রাজীবের কাছে প্রতিরক্ষা সম্পর্কিত কয়েকটি গোপন নথি পাওয়া গেছে।" শেল সংস্থাগুলির মাধ্যমে রাজীবকে প্রচুর পরিমাণ অর্থ দেওয়ার জন্য একজন চিন মহিলা এবং তার নেপালি সহযোগীকেও গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

বিভিন্ন পত্র-পত্রিকা ও সংবাদ সংস্থায় কাজ করা এক প্রবীণ সাংবাদিক রাজীবকে সোমবার গ্রেপ্তার করা হয়। পরের দিন দিল্লির একটি আদালতে হাজির করা হয়েছিল। তাকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ তার ল্যাপটপ, মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। রাজীব কার কার সঙ্গে যোগাযোগ করেছে তা জানতে কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: NIA Busts Al-Qaeda Terror Module: কেরালা ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় হানা দিয়ে ৯ আল কায়েদা জঙ্গিকে গ্রেপ্তার করল এনআইএ

রাজীব কীভাবে গোপন নথি পেয়েছিল তা জানতে ও আর লোকজনের জড়িত থাকার বিষয়টি জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারের পরই রাজীবের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। পেগাসাস স্নুপিংয়ের শিকার হওয়া অনেকের মধ্যে রাজীব শর্মারও একজন ছিল।