নয়াদিল্লি: গুপ্তচরবৃত্তির (espionage) অভিযোগে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল অর্থমন্ত্রকের (Finance Ministry) এক চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী (contractual employee)। বুধবার গুরুত্বপূর্ণ নথি (Classified Data) পাচারের অভিযোগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট (Official Secrets Act) অনুযায়ী তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Delhi Police)।
সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, ধৃত ওই কর্মী সুমিত একজন চুক্তিভিত্তিক ডাটা এন্টি অপারেটর (Data entry operator) হিসেবে অর্থমন্ত্রকে অস্থায়ী ভাবে কাজ করত। সেই সুবিধাকে কাজে লাগিয়ে অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ণ নথি বিশ্বের বিভিন্ন দেশকে (foreign countries) বিক্রি করে টাকা রোজগার করত। বেশ কয়েকদিন ধরে নজরদারি চালানোর পর তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Delhi police crime branch)।
তল্লাশির সময় ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ফোনটির মাধ্যমে সুমিত অর্থমন্ত্রকের গুপ্ত নথি পাচারের কাজ করত বলে জানা গেছে।
ধৃতের বিরুদ্ধে মঙ্গলবার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী একটি এফআইআর (FIR) দায়ের করে মামলা শুরু করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
Delhi Police busts espionage network, arrests Finance Ministry contractual employee for leaking classified data
Read @ANI Story | https://t.co/fy1RSyinoJ#DelhiPolice #espionagenetwork #FinanceMinistry #Contractualemployee pic.twitter.com/nQ6NYGlVwM
— ANI Digital (@ani_digital) January 18, 2023