মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেনের জন্যে সামরিক খাতে ও বাজেট সহায়তা বাবদ ৬০০ কোটি ডলার সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেণ , ইউক্রেনের অতিরিক্ত নিরাপত্তা সহায়তা বাবদ আড়াই শো কোটি ডলার দেওয়ার কথাও ঘোষণা করেছেন।মার্কিন রাজস্ব সচিব জ্যানেট এল্লেন বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ আরও যখন তীব্র হচ্ছে, তখন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তাদের এই সিদ্ধান্ত। ইউক্রেন কে অতিরিক্ত বাজেট বরাদ্দ হিসেবে ৩৪০ কোটি ডলার দেওয়া হয়েছে।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগেই ইউরোপের যুদ্ধ-বিধ্বস্ত এই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন বাইডেন যা কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
JUST IN 🚨
Biden announces $2.5 billion in U.S. security aid for Ukraine, including artillery, missiles, and armored vehicles, to bolster its defenses before winter. pic.twitter.com/4KobKNAwLt
— Open Source Intel (@Osint613) December 30, 2024
মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম, ড্রোন মোকাবিলার অস্ত্র, উচ্চ সঞ্চরণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সনঞ্জাম, ট্যাংক মোকাবিলার হাতিয়ার ও কামানের গোলাবারুদ রয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহে আগে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হলো। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা ও স্তর নিয়ে ট্রাম্প ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন; আর এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে- আগামীতে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার বলেছে, দেশের উত্তর ও পূর্বাঞ্চল বরাবর এলাকায় একাধিক লক্ষ্যবস্তুকে নিশানা করে রুশ বাহিনীর ছোঁড়া ২১টি ড্রোন ভূপাতিত করেছে তারা। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া মোট ৪৩টি ড্রোন নিক্ষেপ করেছিল এবং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী চেরনিহিভ, নিপ্রোপেট্রোভস্ক, দোনেৎস্ক, খারকিভ, ওডেসা ও পলতাভা অঞ্চলে ড্রোনগুলোকে ভূপাতিত করেছে।
ওডেসার গভর্নর ওলেফ কিপার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাঁচটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হননি।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সোমবার বলেছে, রাশিয়া-ইউক্রেন সীমান্ত বরাবর বেলগরোদ অঞ্চলে তারা একটি ড্রোনকে প্রতিহত করেছে। কুরস্কের আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, সোমবার সকালে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা।