Donald Trump, Melania Trump (Photo Credit: Instagram)

দিল্লি, ১৬ মে: চুরি করা হল মেলানিয়া ট্রাম্পকে (Melania Trump)? শুনতে অবাক লাগছে? তবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) স্ত্রী স্বশরীরে চুরি না গেলেও, তাঁর ব্রোঞ্জের মূর্তি চুরি হয়ে যায় স্লোভেনিয়া থেকে। স্লোভেনিয়ায় (Slovenia) মার্কিন ফার্স্ট লেডির যে ব্রোঞ্জের মূর্তি ছিল, তা চুরি হয়ে গিয়েছে বলে খবর। ফলে মেলানিয়ার মূর্তি এই মূহূর্তে জোর কদমে খোঁজার কাজ শুরু করেছে পুলিশ।

২০২০ সালে স্লোভেনিয়ায় মেলানিয়া ট্রাম্পের মূর্তির উন্মোচন করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথম দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন, সেই সময় স্লোভেনিয়ায় মেলানিয়া ট্রাম্পের ব্রোঞ্জের মূর্তি উন্মোচিত হয়। স্লোভেনিয়ার একটি গ্রামে ওই মূর্তির উন্মোচন হয়। এবার ইউরোপে্র ওই দেশের গ্রাম থেকেই মেলানিয়া ট্রাম্পের ব্রোঞ্জের মূর্তি উধাও হয়ে যায় বলে খবর।

দেখুন মূর্তি চুরির বিষয়ে ঠিক কী জানা যাচ্ছে...

 

কে বা কারা মেলানিয়া ট্রাম্পের ওই ব্রোঞ্জের মূর্তি স্লোভেনিয়ার গ্রাম থেকে চুরি করে নিয়ে যায়, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে।

আরও পড়ুন: Israel Kills 143 Again In Gaza: ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মাঝেই গাজ়ায় হামাস নিধনের চেষ্টা, ওয়েস্ট ব্যাঙ্কে ঢুকে ১৪৩ জনকে মারল ইজরায়েল

এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন ট্রাম্প। আমেরিকার সঙ্গে মধ্যপ্রাচ্যের বাণিজ্য সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেমন কথা বলবেন, তেমনি কথা হবে গাজ়া ইস্যু নিয়েও। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসকে শেষ করতে গিয়ে ইজরায়েল যেভাবে গাজ়ার সাধারণ মানুষের জীবনে অন্ধকার নামিয়ে আনতে শুরু করেছে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কথা বলবেন, বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন বলে খবর।