Israel-Gaza War (Photo Credit: X)

দিল্লি, ১৬ মে: ইজরায়েলের (Israel) হামাস (Hamas) নিধন পর্ব থামছেই না। আর তার জেরে এবার গাজ়ায় (Gaza) ফের ১৪৩ জনের মৃত্যুর খবর মিলল। ইজরায়েলের হানাদারিতে গাজ়ায় নতুন করে ১৪৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার জেরে এখনও পর্যন্ত গাজ়ায় মৃত্যুর সংখ্যা ৫৩ হাজারে পৌঁছে গিয়েছে। শুক্রবার ওয়েস্ট ব্যাঙ্কে (West Bank) নতুন করে হামলা চালায় ইজরায়েল। ওয়েস্ট ব্যাঙ্কে হামলার জেরে গাজ়ায় নতুন করে ১৪৩ জনের নিথর মৃতদেহ পড়ে থাক। যার জেরে গাজ়ায় মৃতের সংখ্যা সোজাসুজি ৫৩ হাজারে পৌঁছে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন। সৌদি আরব-সহ সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে আমেরিকার ব্যবসা বাড়ানোর উদ্দেশে ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন, সেই সময় তাঁর নির্ধারিত যাত্রার তালিকায় গাজ়াও রয়েছে। ইজরায়েল, গাজ়ার দ্বন্দ্ব যাতে মেটানো যায়, ট্রাম্প সেই চেষ্টাও করবেন বলে জানিয়েছেন। এদিকে ট্রাম্পের সফরকালেই ওয়েস্ট ব্যাঙ্কে হামলা চালিয়ে পরপর ১৪৩ জনকে ইজরায়েল হত্যা করেছে বলে খবর।

আরও পড়ুন: Israel Gaza War: হামাসের বিরুদ্ধে যুদ্ধ থামবে না, এবার 'পূর্ণ শক্তি' নিয়ে গাজায় প্রবেশ, হুঁশিয়ারি নেতানিয়াহুর

অন্যদিকে আমেরিকা (US) থেকে ট্রাম্প (Donald Trump) যেদিন মধ্যপ্রাচ্যের দিকে উড়ে যান, সেদিনই হামাস ইজরায়েলি-মার্কিন এক পণবন্দিকে মুক্ত করে। ট্রাম্পকে বার্তা দিতেই কি হামাস ওই ইজরায়েলি-মার্কিন পণবন্দিকে মুক্ত করে, সে বিষয়ে প্রশ্ন উঠতে না উঠতেই এবার ওয়েস্ট ব্যাঙ্কে থাকা ১৪৩ জনকে হত্যা করল ইজরায়েল। যা নিয়ে ফের জোর কদমে চর্চা শুরু হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। ১৪০০ মানুষকে মেরে নারকীয় হত্যালীলা চালায় প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী। হামাসের ওই হামলার পরদিন থেকেই ইজরায়েল পালটা হানাদারি শুরু করে গাজ়ায়। প্যালেস্তাইের এই ভূখণ্ডে যাতে হামাসের মত জঙ্গি গোষ্ঠী কোনওভাবে লুকিয়ে থাকতে না পারে, তরা জন্য একটানা হানাদারি শুরু করে ইজরায়েল। যা এখনও অব্যাহত।