গাজার (Gaza) সঙ্গে কোনরকম যুদ্ধবিরতিতে যেতে রাজি নন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। উলটে গাজায় সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা করছেন তিনি। নেতানিয়াহু জানিয়েছেন, আগামী দিনে ইজরায়েল সেনাবাহিনী 'পূর্ণ শক্তি' নিয়ে গাজায় প্রবেশ করবে। হামাসকে (Hamas) সমূলে ধ্বংস করবে। গাজার সঙ্গে যুদ্ধ বন্ধ হবে না। আবারও তা স্পষ্ট করে জানিয়ে দিলেন নেতানিয়াহু। গাজাকে হামাস মুক্ত করার অভিযান নিয়েছেন তিনি। আর সেই লক্ষ্যেই হামাস জঙ্গি ঘাঁটি ধ্বংস করে চলেছে ইজরায়েল সেনা। হামাস জঙ্গি বিনাসের লক্ষ্যে গাজা উপত্যকায় হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। নিত্য লোক মরছে গাজায়। মৃতদের মধ্যে শিশু এবং মহিলার সংখ্যাই বেশি। গাজায় পৌঁছতে দেওয়া হচ্ছে না ত্রাণ সামগ্রী। যার ফলে সেখানকার পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে। যুদ্ধের পাশাপাশি অনাহারে বলি হচ্ছে বহু প্রাণ।

'পূর্ণ শক্তি' নিয়ে গাজায় প্রবেশ, হুঁশিয়ারি নেতানিয়াহুরঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)