Donald Trump and James Comey (Photo Credits: ANI)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই-এর (FBI) প্রাক্তন প্রধান জেমস কমির (Former FBI Chief James Comey) বিরুদ্ধে। ইনস্টাগ্রামে কমির শেয়ার করা '৮৬৪৭' সংখ্যা লেখা পোস্টটি ঘিরে বিতর্ক শুরু হতেই তা মুখে ফেলেন তিনি। রিপাবলিকানদের একাংশের অভিযোগ, এটি আসলে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার হুমকি বার্তা। ৮৬৪৭ নিয়ে এবার মুখ খুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। এক সংবাদ সাক্ষাৎকারে তিনি জানালেন, 'একজন শিশুর পক্ষেও ওই সংখ্যার অর্থ বোঝা মুশকিল নয়'।

ট্রাম্পকে খুনের হুমকির অভিযোগ উড়িয়ে প্রাক্তন গোয়েন্দাকর্তার পালটা যুক্তি দেন, 'সমুদ্র সৈকত দিয়ে হাঁটার সময়ে ওই নুড়িগুলো তাঁর চোখে পড়েছিল। সেই ছবিটি তিনি পোস্ট করেন। এর পিছনে কোন হিংসাত্মক ভাব নেই'। যদিও কমির যুক্তি অস্বীকার করেন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে ট্রাম্প (Donald Trump) বলেন, 'তিনি খুব ভালো করে জানেন এর অর্থ আসলে কী। একজন বাচ্চাও তা জানে। তুমি এফবিআই-এর প্রধান ছিলে আর তুমি জানো না এর অর্থ! এর অর্থ হল হত্যা'।

সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছিলেন এফবিআই-এর প্রাক্তন প্রধান জেমস কমি (James Comey)। ছবিতে সাদা বালির উপরে হলুদ আর কালো নুড়িপাথর জড়ো করে লেখা ছিল চারটি সংখ্যা, ৮৬৪৭। এই পোস্ট দেখা মাত্রই রিপাবলিকানরা আতঙ্কিত হন। কমির বিরুদ্ধে ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও সেই দাবি তোলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৬ সংখ্যা দুটি একত্রে খারাপ অর্থে ব্যবহার করা হয়। এর অর্থ বোঝায় কোন কিছু ছুঁড়ে ফেলা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭'তম প্রেসিডেন্ট। আর এই চারটি সংখ্যাই নিজের পোস্ট থেকে শেয়ার করেছিলেন কমি। ট্রাম্প অনুগতদের অভিযোগ, কমি তাঁর পোস্ট এ বোঝাতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রের ৪৭'তম প্রেসিডেন্টকে সরিয়ে ফেলবেন তিনি।