Donald Trump:  প্রেসিডেন্ট পদ ছাড়ার আগে করোনার দায়ে দুষ্ট চিনকে শাস্তি দিতে পারেন ট্রাম্প, বিশেষজ্ঞ মতামত
ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: White House)

হংকং, ৯ নভেম্বর: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের বিরাট ভোটের ব্যবধানে জয় পাওয়ার পরেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) সেভাবে আর দেখা যাচ্ছে না। যে কয়েকটা দিন তিনি মসনদে রয়েছেন তারমধ্যে চিনকে যে বিপাকে ফেলার প্রক্রিয়া চালু রাখবেন তা বলাই বাহুল্য। তাঁর প্রস্থান যে সম্মানজনক হবে না ইতিমধ্যেই রাজনৈতিক বিশেষজ্ঞরা সে বিষয়ে মত দিয়ে ফেলেছেন। এই প্রসঙ্গে দক্ষিণ চিন মর্নিং পোস্টের তরফে মার্ক ম্যাগনিয়ার বলেছেন, মহামারী কোভিডের উৎপত্তির কারণে প্রথম থেকেই বেজিংকে দুষে আসছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অর্থনীতির এই ভরাডুবির জন্য তিনি চিনকেই কাঠগড়ায় তুলেছেন বারবার। আজ করোনাভাইরাসের প্রকোপ যে তাঁকে সিংহাসনচ্যুত করার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছে, তা ট্রাম্পের অতিবড় শত্রুও অস্বীকার করবে না।

এসব মিলিয়ে যেতে যেতে এই হারের প্রতিক্রিয়া হিসেবে ডোনাল্ড ট্রাম্প যে চিনকে ভালোরকম বেগ দেবেন তা একপ্রকার স্পষ্ট। চিনের প্রাক্তন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্তা জেফ মুন বলেছেন, “কোভিড-১৯ সংক্রমণের জন্য চিনকে শাস্তি পেতে হবে। আগেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।” ইতিমধ্যেই মার্কিন চিন বৈদেশিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। তাই ওয়ানের সঙ্গে বিশ্ব পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করতে গিয়ে বিডেন প্রশাসনকে নিচা দেখানোর শেষ চেষ্টা করবেন ট্রাম্প। এমনিতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় দেখে একপ্রকার অসুস্থ বোধ করছেন ট্রাম্প। ভোটগণনার প্রবণতা জো বিডেনের দিকে সামান্য ঝুঁকে পড়ার পর থেকেই ‘ভোটচুরি’র অভিযোগে সরব হয়েছেন তিনি। এমনকী, আদালতে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন সেই নালিশ। আদালত হতাশ করলেও সুর আরও চড়ালেন ট্রাম্প। পরপর টুইট করে রবিবার জো বিডেন তথা ডেমোক্র্যাটদের ‘চোর’ বলে কটাক্ষ করলেন ট্রাম্প। ভোট চুরির জন্যই তিনি হেরেছেন বলেও তোপ দেগেছেন রিপাবলিকান প্রার্থী। আরও পড়ুন-Kamala Harris: কমলা হ্যারিস নন, অ্যামেরিকার প্রথম অশ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট ছিলেন চার্লস কার্টিস

এসব নিয়ে  টুইটারে হুঙ্কার ছেড়েছেন, বন্ধ করুন ভোট গণনা। সেই সব অভিযোগে অন্তত তিনটি রাজ্যের গণনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত পত্রপাঠ ফিরিয়ে দিয়েছে সেই অভিযোগ। তবে খুব সামান্য ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হওয়ায় পুনর্গণনা হয়েছে জর্জিয়ায়। কিন্তু এত কিছুতেও দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসের দরজা খোলেনি ট্রাম্পের জন্য। রবিবার তাঁর টুইট, ‘‘আমরা মনে করি এই লোকগুলো চোর। যন্ত্রগুলো সব দুর্নীতিগ্রস্ত। এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, যে এটা পরিষ্কার চুরির ভোট ছিল এই কারণে যে, কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বিডেন।’’