ওয়াশিংটন, ১১ মে: সহকারী কোভিড-১৯ পজিটিভ হলেও সেলফ কোয়ারেন্টাইনে যাচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স (United States Vice President Mike Pence)। তাঁর মুখপাত্র ডেভিন ওম্যালে জানিয়েছেন, বরং সোমবার হোয়াইট হাউসে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে মাইক পেন্সের। সেখানকার মেডিক্যাল ইউনিটের পরামর্শ মানা হবে। এবং কোয়ারেন্টাইন যাওয়ার প্রয়োজন নেই। এক বিবৃতিতে ডেভিন ওম্যালে বলেন, “প্রায় প্রতিদিনই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের লালারসের পরীক্ষা হচ্ছে। ফলাফল নেগেটিভই এসেছে। তাই তিনি আগামী কাল হোয়াইট হাউসে থাকার পরিকল্পনা করেছেন।” আগামী কয়েকদিনের জন্য পেন্সের নির্ধারিত কাজের তালিকা একটু হালকা করা হতে পারে। তবে তিনি সেলফ আইসোলেশনে যাচ্ছেন না। আরও পড়ুন- Dr Manmohan Singh: বুকে ব্যথা, দিল্লির এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং
শুক্রবার মার্কিন মুলুকের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলারের শরীরে মারণ ভাইরাসের জীবাণু মেলে। হোয়াইট হাউসে কেটি মিলার হলেন দ্বিতীয় জন যাঁর শরীরে করোনা বাসা বেঁধেছে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে জানা যায়, মার্কিন সেনার এক সদস্য কোভিড-১৯ পজিটিভ। তিনি হোয়াইট হাউস চত্বরে কর্মরত। এরপরই ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্সের লালারসের পরীক্ষা হলেতা নেগেটিভ মেলে। মার্কিন মুলুকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ২৮ হাজার ২০১ জন। সেকানে মৃতের সংখ্যা ৭৯ হাজার ৫০৮।