চাপা উত্তেজনার মধ্যেই এবার সানফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেটের বাইরে ফের বিক্ষোভ দেখাল খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা।তবে বুধবার এক্ষেত্রে পরিবেশ একটু আলাদাই ছিই। কনসুলেটের বাইরে ছিল একাধিক নিরাপত্তাকর্মীর উপস্থিতি, ছিল ব্যারিকেডও।
বেশ কিছুদিন আগেই লন্ডন এবং সানফ্রান্সিসকোতে খালিস্তানপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে সমস্যার সৃষ্টি হয়। নিরাপত্তা নাথাকারস কারনে লন্ডন দূতাবাসের বাইরে একত্রিত হন খালিস্তান পন্থীরা। ব্যালকনিতে উঠে জাতীয় পতাকা খুলে ফেলার চেষ্টা করা হয়। যার জেরে প্রচন্ড ক্ষব্ধ হয় ভারত। ডেকে পাঠানো হয় ভারতে নিযুক্ত ব্রিটটেনের রাষ্ট্রদূতকে।
একইভাবে সানফ্রান্সিসকোতেও ঘটে বিক্ষোভ। ভারত একযোগে লন্ডন এবং আমেরিকাকে কড়া সুরে ভৎসনা করে। এবং বুধবার ব্রিটিশ হাইকমিশনের অফিস এবং বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড।
খালিস্তান ইস্যুতে পাঞ্জাবে যে বিক্ষোভ শুরু হয়েছে তার আঁচ এসে পৌছেছে পশ্চিমী এই দেশগুলিতেও। পাঞ্জাবে বিশৃঙ্খলা তৈরির কারনে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অমৃপাল সিং এর অন্যান্য সহযোগীদের। যদিও অমৃতপাল সিং এখনও অধরা। তার খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পাঞ্জাব পুলিশ।
United States | Protesters waving Khalistan flags gathered outside the Indian Consulate in San Francisco on Wednesday amid heightened security presence. The protesters were heavily barricaded across the road with uniformed police officers present on the spot. pic.twitter.com/6MFHUCGToJ
— ANI (@ANI) March 23, 2023