গাজা শিশুদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইজরায়েল হামাসের যুদ্ধে গাজার শিশুদের অবস্থা নিয়ে এমনটাই জানালেন ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুয়েতারেজ।
শুধু বাচ্চারাই নয়, এর পাশাপাশি ইউনাইটেড নেশনসের রিলিফ এবং ওয়ার্ক (United Nations Relief and Work) এজেন্সীর প্রায় ৮৯ জন এই হামলার জেরে প্রয়াত হয়েছেন। সংস্থার ইতিহাসে এর থেকে বেশি কর্মী তাদের কোনদিন মারা যায়নি বলে জানিয়েছে ইউএন।
ইউএনআরডাব্লিউএ-র পক্ষ থেকে জানানো হয়েছে যে যুদ্ধে আহত হয়েছেন ২৬ জন সদস্য। ইজরায়েল হামাসের যুদ্ধ শুরু হওয়ার চার সপ্তাহ পর ইউএন প্রধানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া শুরু হয়।
এদিকে ইজরায়েলেরপ্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে গাজায় ইজরায়েল সেনা যেকোন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে স্বাধীন।এছড়াও তিনি জানিয়েছেন যে এই ক্যাম্পেনের পরে হামাস নামের রাজনৈতিক এবং সশস্ত্র সংগঠন গাজায় আর থাকবে না।
একটি সাক্ষাৎকারে বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে, যুদ্ধের কারণে একটি অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত গাজার নিরাপত্তার দায়িত্ব থাকবে ইজরায়েলের হাতে। ৭ অক্টোবরে হামাসের হামলার জেরে এখনও পর্যন্ত ১৪০০ ইজরায়েলি নাগরিক নিহত হয়েছেন এবং গাজায় পাল্টা বোমাবাজিতে নিহত হয়েছেন প্রায় ১০,০২২ জন।
Gaza "becoming a graveyard for children": UN Secretary-General Antonio Guterres
Read @ANI Story | https://t.co/r1Lrrj4j0L#UN #UNSecretaryGeneral #AntónioGuterres #Gaza #Israel pic.twitter.com/wPoVBUciTk
— ANI Digital (@ani_digital) November 8, 2023