কিভ, ২০ জানুয়ারি: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ( Vladimir Putin) জীবিত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy )। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জীবিত কি না, তা নিয়ে জেলেনস্কি দাভোসের একটি অনুষ্ঠানে সন্দেহ প্রকাশ করেন। জেলেনস্কির সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে একাধিক মন্তব্য উঠে আসতে শুরু করে। প্রসঙ্গত এর আগে ইউক্রেনের এক গোয়েন্দা আধিকারিক পুতিনের শারীরিক অবস্থা ভাল নয় বলে দাবি করেন। এমনকী, পুতিনের স্বাস্থ্যের কথা তিনি রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠর কাছ থেকে জানতে পারেন বলেও জানান ওই ইউক্রেনীয় গোয়েন্দা আধিকারিক। এমনকী ভ্লাদিমির পুতিন আর কতদিন জীবিত থাকবেন, তা নিয়ে একাধিক মন্তব্য করতে শুরু করেন ইউক্রেনীয় আধিকারিক। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। এবার ইউক্রেনের প্রেসিডেন্টই ভ্লাদিমির পুতিনের জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন।
আরও পড়ুন: Russia-Ukraine War: 'ইউক্রেনে জয় পাবেই রাশিয়া', মন্তব্য পুতিনের
Zelensky refuses to negotiate with Putin because he is not sure that the Russian president is alive.
Zelensky said this at the Ukrainian Breakfast in Davos this morning pic.twitter.com/KphpbM1eND
— nicolasorin (@alocin96983806) January 20, 2023
সম্প্রতি ইউক্রেনে (Ukraine) জয় পাবেন বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত এক বছর ধরে ইউক্রেনের একাধিক শহরে কখনও রকেট হামলা আবার কখনও ক্ষেপনাস্ত্রের আঘাত করতে শুরু করে রাশিয়া (Russia)। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা বিশ্ব জুড়ে। এমনকী রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হয় ইউরোপের একাধিক দেশের তরফে। আমেরিকাও ফুঁসে উঠতে শুরু করে ইউক্রেনের উপর রুশ হামলা নিয়ে।