মস্কো, ১৮ জানুয়ারি: ইউক্রেন (Ukraine) জয় নিয়ে এবার আত্মবিশ্বাসী সুর শোনা গেল ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) গলায়। ইউক্রেন তাঁরা জিতবেনই। এমনই মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনে জয় নিয়ে তাঁর কোনও সন্দেহ নেই। ইউক্রেনে তাঁরা জয়ী হবেন বলে এবার মন্তব্য করলেন পুতিন। সংবাদ সংস্থা এএফপির তরফে এমনই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান চালায় রাশিয়া (Russia)। ইউক্রেনে একের পর এক হামলা চালানো হয় রুশ বাহিনীর তরফে। যা নিয়ে বিশ্ব জুড়ে জল্পনা শুরু হয়।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের দিপরো শহরে রুশ ক্ষেপনাস্ত্রের ভয়াবহ হামলা, নিহত বহু
Russian President Vladimir Putin says has 'no doubt' Russia will win in Ukraine, reports AFP.
— ANI (@ANI) January 18, 2023
রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর হামলা শুরু করেছে, তা অনৈতিক বলে মন্তব্য করে আমেরিকা, ব্রিটেন থেকে ইউরোপের প্রত্যেকটি দেশ। এরপরই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের একাধিক দেশ। যা নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে তরজা কার্যত চরমে ওঠে।