Close
Search

Ukraine Russia War: 'কিভের পথে অসহায় শিশুর মৃত্যু, ইউক্রেনে হত্যালীলা চালাচ্ছে রাশিয়া', গর্জে উঠলেন ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা

উক্রেনের মাটিতে শিশু-সহ জনসাধারণের উপরে গণহত্যা চালাচ্ছে ক্রেমলিন। বিশ্বের সংবাদ মাধ্যমকে খোলা চিঠি লিখে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা (Olena Zelenska)।

বিদেশ Shammi Huda|
Ukraine Russia War: 'কিভের পথে অসহায় শিশুর মৃত্যু, ইউক্রেনে হত্যালীলা চালাচ্ছে রাশিয়া', গর্জে উঠলেন ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা
Olena Zelenska (Photo Credits: https://www.facebook.com/olenazelenska.official/photos)

কিভ, ইউক্রেন, ৯ মার্চ:  ইউক্রেনের মাটিতে শিশু-সহ জনসাধারণের উপরে গণহত্যা চালাচ্ছে ক্রেমলিন।  বিশ্বের সংবাদ মাধ্যমকে খোলা চিঠি লিখে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা (Olena Zelenska)। এক বিবৃতিতে আবেগতাড়িত হয়ে ফার্স্ট লেডি বলেন, " ইউক্রেনের উপরে রাশিয়ার হামলা অবিশ্বাস্য ছিল।  রাশিয়া হামলা শুরু করেছে, এই ঘোষণা শুনেই গত  ২৪ ফেব্রুয়ারি সকালে আমাদের ঘুম ভাঙে। রুশ সেনার ট্যাংক ইউক্রেনের সীমান্ত অতিক্রম করেছে আমাদের আকাশ সীমায় রাশিয়ান যুদ্ধবিমান ঢুকে পড়েছে আমাদের শহর তাক করে একের পর এক মিসাইল এসে পড়ছে। ক্রেমলিন সমর্থিত প্র

Close
Search

Ukraine Russia War: 'কিভের পথে অসহায় শিশুর মৃত্যু, ইউক্রেনে হত্যালীলা চালাচ্ছে রাশিয়া', গর্জে উঠলেন ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা

উক্রেনের মাটিতে শিশু-সহ জনসাধারণের উপরে গণহত্যা চালাচ্ছে ক্রেমলিন। বিশ্বের সংবাদ মাধ্যমকে খোলা চিঠি লিখে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা (Olena Zelenska)।

বিদেশ Shammi Huda|
Ukraine Russia War: 'কিভের পথে অসহায় শিশুর মৃত্যু, ইউক্রেনে হত্যালীলা চালাচ্ছে রাশিয়া', গর্জে উঠলেন ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা
Olena Zelenska (Photo Credits: https://www.facebook.com/olenazelenska.official/photos)

কিভ, ইউক্রেন, ৯ মার্চ:  ইউক্রেনের মাটিতে শিশু-সহ জনসাধারণের উপরে গণহত্যা চালাচ্ছে ক্রেমলিন।  বিশ্বের সংবাদ মাধ্যমকে খোলা চিঠি লিখে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা (Olena Zelenska)। এক বিবৃতিতে আবেগতাড়িত হয়ে ফার্স্ট লেডি বলেন, " ইউক্রেনের উপরে রাশিয়ার হামলা অবিশ্বাস্য ছিল।  রাশিয়া হামলা শুরু করেছে, এই ঘোষণা শুনেই গত  ২৪ ফেব্রুয়ারি সকালে আমাদের ঘুম ভাঙে। রুশ সেনার ট্যাংক ইউক্রেনের সীমান্ত অতিক্রম করেছে আমাদের আকাশ সীমায় রাশিয়ান যুদ্ধবিমান ঢুকে পড়েছে আমাদের শহর তাক করে একের পর এক মিসাইল এসে পড়ছে। ক্রেমলিন সমর্থিত প্রোপাগান্ডাগুলির আশ্বাস সত্ত্বেও বিশেষ অভিযানের নামে রাশিয়া ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে।" আরও পড়ুন- Swami Smaranananda Maharaj Hospitalised: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ

এই যুদ্ধের বলি হয়েছে অগুন্তি শিশু, যেটা সবথেকে ভয়ঙ্কর ব্যাপার। তিনি বলেন, "ওখতিরকা-র রাস্তায় যুদ্ধের বলি বছর আটেকের অ্য়ালিস। নাতিকে বাঁচাতে তখন অ চেষ্টা করে চলেছেন মৃত শিশুকন্যার দাদু। অন্যদিকে  কিভের রাস্তায় বাবা-মায়ের সঙ্গেই রুশ সেনার গোলায় মৃত পোলিনা।  বিনা চিকিৎসায় প্রাণ গেল বাড়ির ধ্বংসাবশেষের আঘাতে গুরুতর আহত বছর ১৪-র আর্সেনির। ভয়াবহ আগুন টপকে  সময়মতো  ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি অ্য়াম্বুল্যান্স। এরপরেও যখন রাশিয়া বলতে থাকে, সাধারণ জনগণের বিরুদ্দে এই যুদ্ধ নয়, তখন এখনও পর্যন্ত বলি হওয়া শিশুদের নাম আওড়াতে থাকি। শুধু গোলাগুলি বর্ষণ নয়, এই যুদ্ধের লক্ষ্য সাধারণ জনতা।  লাখো শরণার্থী আজ রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছে। সেই সব দলে থাকা শিশু ও মহিলাদের চোখের দিকে তাকালেই দেখতে পাবেন কি ব্যথা যন্ত্রণা নিয়ে  প্রিয়জনকে ছেড়ে তারা পথে নেমেছে। কত শত ক্যানসার রোগির কেমো থেরাপি, রেডিয়েশন চিকিৎসা আজ থমকে আছে। বেসমেন্টে লুকি লুকিে কোনওরকমে ইনসুলিন নিচ্ছেন রোগী, বোমার আঘাতে জ্বলছে বাড়ি, তার পাশে বসে অ্যাস্থেমার ওষুধ নিচ্ছেন এক ইউক্রেনিয়ান। দুঃখের বিষয় NATO আমাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। "

ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা (৪৪) দুই সন্তানের মা। তাঁর স্বামী প্রাক্তন কমেডিয়ান। স্বামী জেলেনস্কির সঙ্গী হয়ে আন্তর্জাতিক সফরে ইংল্যান্ডে গেছেন যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগানের সঙ্গে সাক্ষাত কারার জন্য। তবে এই ুহূর্তে এলেনা জেলেনস্কা আদৌ কিভে আছেন কি না, তানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সচিবালয় মুখে কুলুপ এঁটেছে।

 

 

Paris Olympic 2024: দেশের পতাকা নিয়ে প্যারিস অলিম্পিকে যোগ দিতে পারবে না রাশিয়া-বেলারুশ োপাগান্ডাগুলির আশ্বাস সত্ত্বেও বিশেষ অভিযানের নামে রাশিয়া ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে।" আরও পড়ুন- Swami Smaranananda Maharaj Hospitalised: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ

এই যুদ্ধের বলি হয়েছে অগুন্তি শিশু, যেটা সবথেকে ভয়ঙ্কর ব্যাপার। তিনি বলেন, "ওখতিরকা-র রাস্তায় যুদ্ধের বলি বছর আটেকের অ্য়ালিস। নাতিকে বাঁচাতে তখন অ চেষ্টা করে চলেছেন মৃত শিশুকন্যার দাদু। অন্যদিকে  কিভের রাস্তায় বাবা-মায়ের সঙ্গেই রুশ সেনার গোলায় মৃত পোলিনা।  বিনা চিকিৎসায় প্রাণ গেল বাড়ির ধ্বংসাবশেষের আঘাতে গুরুতর আহত বছর ১৪-র আর্সেনির। ভয়াবহ আগুন টপকে  সময়মতো  ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি অ্য়াম্বুল্যান্স। এরপরেও যখন রাশিয়া বলতে থাকে, সাধারণ জনগণের বিরুদ্দে এই যুদ্ধ নয়, তখন এখনও পর্যন্ত বলি হওয়া শিশুদের নাম আওড়াতে থাকি। শুধু গোলাগুলি বর্ষণ নয়, এই যুদ্ধের লক্ষ্য সাধারণ জনতা।  লাখো শরণার্থী আজ রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছে। সেই সব দলে থাকা শিশু ও মহিলাদের চোখের দিকে তাকালেই দেখতে পাবেন কি ব্যথা যন্ত্রণা নিয়ে  প্রিয়জনকে ছেড়ে তারা পথে নেমেছে। কত শত ক্যানসার রোগির কেমো থেরাপি, রেডিয়েশন চিকিৎসা আজ থমকে আছে। বেসমেন্টে লুকি লুকিে কোনওরকমে ইনসুলিন নিচ্ছেন রোগী, বোমার আঘাতে জ্বলছে বাড়ি, তার পাশে বসে অ্যাস্থেমার ওষুধ নিচ্ছেন এক ইউক্রেনিয়ান। দুঃখের বিষয় NATO আমাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। "

ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা (৪৪) দুই সন্তানের মা। তাঁর স্বামী প্রাক্তন কমেডিয়ান। স্বামী জেলেনস্কির সঙ্গী হয়ে আন্তর্জাতিক সফরে ইংল্যান্ডে গেছেন যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগানের সঙ্গে সাক্ষাত কারার জন্য। তবে এই ুহূর্তে এলেনা জেলেনস্কা আদৌ কিভে আছেন কি না, তানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সচিবালয় মুখে কুলুপ এঁটেছে।

 

 

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change