UK General Election 2024 Photo Credit: Twitter@Deee_luul

গত মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনক, সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী ব্রিটেনে আজ সাধারণ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে।স্থানীয় সময় সকাল ৭টায় (ভারতীয় সময় দুপুর সাড়ে ১২’টায়) ভোট গ্রহণ শুরু হবে। চলবে স্থানীয় সময় রাত ১০টা(ভারতীয় সময় রাত সাড়ে ৩’টে)  পর্যন্ত। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে, শুরু হবে গণনার কাজ।ব্রিটেনের অংশ চারটি দেশ ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েল্‌ সের ভোটাররা সাড়ে ৬০০টি আসনের জন্য মতাধিকার প্রয়োগ করতে চলেছেন।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির স্যার কিয়ার-এর মধ্যে। ভোটারদের আকৃষ্ট করতে দুই পক্ষই জোরদার প্রচার চালিয়েছে।২০০৫ থেকে কনজারভেটিভ পার্টি ব্রিটেনে ক্ষমতায় রয়েছে। এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টি অনেকটা এগিয়ে রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের একটি সমীক্ষার ওপর ভিত্তি করে বিশ্লেষণে বলা হয়েছে হাউজ অব কমনস্‌ এ বর্তমানে যাদের ৩৬৫ আসন রয়েছে, ক্ষমতাসীন দল হয়েও তারা এবার মাত্র ৫৩ আসন পাবে। উল্টোদিকে পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে লেবার পার্টি পাবে ৫১৬ আসন। এমনকি নিজের আসনেও হেরে যেতে পারেন ঋষি সুনক বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। কিছু কিছু সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে যে বৃহত্তম দলের স্থানও হারাতে চলছে কনজারভেটিভ পার্টি। এমনকি লিবারেল ডেমোক্র্যাটদেরও তাদের চেয়ে বেশি আসন পাওয়ার সম্ভাবনা র‌য়েছে।