সিওল, ৬ সেপ্টেম্বর: দক্ষিণ কোরিয়ায় (South Korea) আছড়ে পড়েছে হিন্নামনর (Hinnamnor)। ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী টাইফুন (Typhoon) আছড়ে পড়েছে দক্ষিণ কোরিয়ায়। যার জেরে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৬৬ হাজার মানুষকে সরানো হয়েছে। বুসানের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। সোমবার থেকেই বুসানে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। বুসানে এক নাগাড়ে যেমন বৃষ্টি শুরু হয়েছে, তেমনি উত্তাল সমুদ্র। রাস্তাঘাট সমুদ্রের ঢেউয়ে ভেসে যেতে শুরু করেছে। সেই সঙ্গে উত্তাল হাওয়া। সবকিছু মিলিয়ে হিন্নামনরের জেরে দক্ষিণ কোরিয়ার একাধিক জায়গায় অবস্থা ক্রমাগত খারাপ হতে শুরু করেছে।
Typhoon #Hinnamnor has hit #SouthKorea with devastating winds. Hinnamnor had peak winds of 127 mph and gusts up to 155 mph, according to the United States Joint #Typhoon Warning Center pic.twitter.com/AqRT1qTGSw
— Prateek Pratap Singh (@PrateekPratap5) September 6, 2022
হিন্নামনরের প্রভাবে যেমন বৃষ্টি শুরু হয়েছে, তেমনি একাধিক জায়গায় ভূমি ধ্বসও দেখা দিয়েছে। রাজধানী সিওলের অবস্থাও বেশ খারাপ। সিওলে ইতিমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
Video shows pouring rain and gusty wind in Japan's Ishigaki Island as Typhoon #Hinnamnor hit on Thursday. pic.twitter.com/1IkVE0j855
— FOX Weather (@foxweather) September 2, 2022
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সু জানান, হিন্নামনর অত্যন্ত শক্তিশালী টাইফুন। এর আগে দক্ষিণ কোরিয়া এত শক্তিশালী টাইফুনের মুখোমুখি হয়নি। ফলে প্রত্যেকে সাবধানে থাকুন। বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হিন্নামনর আছড়ে পড়ার আগেই দক্ষিণ কোরিয়ার বহু অংশ অন্ধকারে ঢাকা। বিদ্যুৎ সংযোগ যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি খাবার জলেরও অভাব দেখা দিয়েছে। সেই সঙ্গে একাধিক জায়গায় উপড়ে পড়তে শুরু করেছে বিদ্যুতের খুঁটিও।
Video of firefighters in #Jeju working to remove debris and storm-related damage, caused by typhoon #Hinnamnor. pic.twitter.com/Sjm7GDKM8f
— Korea Today (@HangukToday) September 5, 2022