নয়াদিল্লিঃ ভয়বাহ দাবানলে (Wildfire) পুড়ছে তুরস্ক(Turkey)। গত ২৯ জুন থেকে শুরু লেগেছে আগুন। তুরস্কের ইজমিরে (Izmir)এখনও পর্যন্ত ৫০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধ বিমানবন্দর, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। যত সময় যাচ্ছে ছড়াচ্ছে আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়েছে আন্তাক্যা ও হাতায়তেও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে উদ্ধারকারী দল। তুরস্কের এই পরিস্থিতি সত্যিই উদ্বেগের বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ দাবানলের কবলে তুরস্ক, জ্বলছে গোটা ইজমির শহর
গত ২৯ জুন তুরস্কের পশ্চিমে অবস্থিত ইজমির প্রদেশে দাবানলের ঘটনা ঘটে। ক্রমে ভয়াবহ রূপ ধারণ করে এই দাবানল। ইজমির প্রদেশের দক্ষিণে মেন্দেরস ও সেফেরিহিসার জেলায় প্রথম দাবানলের সূত্রপাত। এরপর বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে দাবানল। ঘণ্টায় ১১৭ কিমি বেগে বাতাস বওয়ায় আগুন ছড়াতে বেশি সময় লাগেনি। ওই অঞ্চলের গভর্নর সুলেমান এলবান জানান, তীব্র গতিতে বাতাস বওয়ার কারণে হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজে নামা অসম্ভব হয়ে ওঠে। পরে ওয়াটার বোম্বিং এয়ারক্র্যাফট ও বিশাল স্থলবাহিনী আগুন নেভানোর কাজে হাত লাগায়। আবাসিক এলাকার দিকে আগুন এগিয়ে আসতে শুরু করার আগেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন প্রায় কয়েক হাজার কর্মী। দাবানলের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয় কর্তৃপক্ষের।
তিনদিন ধরে জ্বলছে আগুন, বিধ্বংসী দাবানলের কবলে তুরস্ক
📽️Turkey battles raging wildfires as early heatwave sparks crisis. In Izmir, over 50,000 evacuated, airport shut, and homes engulfed. Blazes spread across Antakya and Hatay as emergency teams race to respond.
Watch ▶️https://t.co/ipCfSfSBdS#TurkeyWildfires pic.twitter.com/k1iL4IbWxP
— Hindustan Times (@htTweets) July 1, 2025