ইস্তানবুল, ১৩ ফেব্রুয়ারি: তুরস্কে (Turkey) ভয়াবহ ভূমিকম্পের (Earrhquake) পর সেখানে জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। তুরস্কের নুরদগি, গাজিয়ানতেপে ৩টি বিপর্যয় মোকাবিলাকারী দল পাঠানো হল। গত ৬ দিন ধরে তুরস্কের একাধিক জায়গায় কাজ করছে ভারতের বিপর্যয় মেকাবিলাকারী দল। তুরস্কের নুরদগিতে আর কেউ জীবিত রয়েছেন কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয় উদ্ধারকারী দলের তরফে। প্রসঙ্গত নুরদগিতে বিপর্যয় মোকাবিলাকারী দলের সঙ্গে ডগ স্কোয়াড এবং মহিলা অফিসারদেরও পাঠানো হয়েছে বলে খবর।
Nurdagi, Turkey | Three NDRF teams deployed in Nurdagi, Gaziantep and Antakya. Operation is going on for 6 days though chances are less to find someone who is trapped alive: Gurminder, Commanding officer, NDRF pic.twitter.com/ijug3BgddY
— ANI (@ANI) February 13, 2023
এনডিআরএফের এক অফিসার জানান, গত কয়েকদিন ধরে ধ্বংসস্তূপের নীচ থেকে একের পর এক মৃতদেহ তাঁরা বের করে আনছেন। তুরস্কের প্রশাসন এবং সেনা বাহিনীর সঙ্গে একযোগে কাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং বিপর্যয় মোকাবিলাকারী দল।
Nurdagi, Turkey | We're carrying out rescue operation & retrieving bodies from rubble. We're trying to rescue those who're trapped in rubble along with local police & Turkey's Army personnel under 'Operation Dost'. India is with turkey in difficult times: Ravinder, NDRF officer pic.twitter.com/dphR5D4c9h
— ANI (@ANI) February 13, 2023
প্রসঙ্গত তুরস্কে ভূমিকম্পের পর সেখানে 'অপারেশন দোস্ত' শুরু করেছে ভারত।