Turkey today (Photo Credits: Twitter)

ইস্তনবুল, ১৩ ফেব্রুয়ারি: তুরস্ক (Turkey) এবং সিরিয়ায় (Syria) ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বের একাধিক দেশ সেখানে জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে। এবার ভূমিকম্পের ১৬০ ঘণ্টা পর সেখান থেকে উদ্ধার করা হল এক ব্যক্তিকে। কম্পনের ১৬০ ঘণ্টা পর সেখান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন রাশিয়া, কিরঘিজস্তান এবং বেলারুশের উদ্ধারকরাী দলের সদস্যরা। রাশিয়া (Russia), কিরঘিরজস্তান এবং বেলারুশের উদ্ধারকারী দলের সদস্যরা একযোগে ওই ব্যক্তিকে ভূকম্প বিধ্বস্ত তুরস্ক থেকে উদ্ধার করেন। ভূমিকম্পের ১৬০ ঘণ্টা পর কোনও জীবিতকে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা কার্যত অসম্ভব। এবার সেই কাজ করলেন উদ্ধারকারী দলের সদস্যরা।

আরও পড়ুন: Turkey Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ৬ বছরের খুদেকে উদ্ধার NDRF-এর রোমিও, জুলির

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক, সিরিয়া কেঁপে ওঠে ভয়াবহ ভূমিকম্পের জেরে। দুই দেশে ভয়ঙ্কর কম্পনের জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে খবর।  তবে ওই দুই দেশে কতজন আহত, সে বিষয়ে স্পষ্টভাবে কোনও খবর এখনও মেলেনি।