
Russia-Ukraine War: ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে এবার সরাসরি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)-কে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trmp)। হোয়াইটহাউসে বসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে তিন ঘণ্টারও বেশী সময় ধরে কথা হল প্রেসিডেন্ট ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্পের। ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে, বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ। গত কয়েক দিনে ইউক্রেনের সাধারণ মানুষের ওপর রাশিয়ান হামলার ঘটনা ট্রাম্প নিজের দেশে চাপে আছেন। গতকাল, রবিবার ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কথা হয় জেলেনস্কি-র।
পুতিনের বন্ধু হিসেবেই নিজেকে পরিচয় দিয়েছিলেন ট্রাম্প। হোয়াইটহাউসে ডেকে এনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধমক দিয়ে পুতিনকে খুশিও করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের সিংহাসনে বসে চরম ইউক্রেন বিরোধী অবস্থান নেন ট্রাম্প। পুতিনের পক্ষেই কথা বলতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু গত কয়েকদিন ধরে পুতিনের ওপর চটেছেন ট্রাম্প। কারণ পুতিন কিছুতেই যুদ্ধ থামাচ্ছেন না।
পুতিনকে ফোন ট্রাম্পের
Donald Trump spoke with Russia's Vladimir Putin on Monday as the US president seeks a breakthrough to end the grinding conflict triggered by Moscow's 2022 invasion of Ukraine. https://t.co/W41pDNWCxR pic.twitter.com/f8FycJuOqh
— AFP News Agency (@AFP) May 19, 2025
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচন প্রচারে দেওয়া কথা রাখতে পারছেন না ট্রাম্প। ভোট প্রচারে ট্রাম্প সরাসরি বলেছিলেন, তিনি ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন। এদিকে, তিনি ক্ষমতায় বসার ১০০ দিন হতে চলল, সেখানে যুদ্ধের মাত্রা বাড়িয়ে দিয়েছেন পুতিন।