নয়াদিল্লিঃ আমেরিকায়(America) অনিশ্চিত হয়ে পড়েছিল টিকটকের(TikTok) ভবিষ্যৎ। শনিবার সরকারি নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে সে দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল চিনা অ্যাপ টিকটক। ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই টিকটক নিয়ে বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump)। আমেরিকায় ফের চালু করা হয়েছে টিকটক। আগামী ৭৫ দিন পর্যন্ত চিনা সংস্থাকে সময় বেঁধে দিয়েছে ট্রাম্প সরকার। এই সময়সীমার মধ্যে আমেরিকান বিনিয়োগকারী খুঁজতে হবে এই সংস্থাকে এমনটাই জানানো হয়েছে।
কথা দিয়ে কথা রাখলেন ট্রাম্প
অন্যদিকে এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে এই চিনা সংস্থাটি। প্রসঙ্গত, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালে আমেরিকায় নিষিদ্ধ হয় টিকটক। শুক্রবার টিকটক নিষিদ্ধ আইনকে বহাল রাখে সুপ্রিম কোর্ট। আমেরিকায় কার্যকর হয় টিকটক বিরোধী আইন। কাজ করা বন্ধ করে দেয় চিনা অ্যাপটি। পাশাপাশি অ্যাপল এবং গুগল স্টোর থেকে টিকটক উধাও হয়ে গিয়েছিল টিকটক। টিকটক ব্যবহারকারীরা এই অ্যাপে লগইন করলেই একটি বার্তা ভেসে উঠছিল স্ক্রিনে। তাতে লেখা ছিল - আইনগতভাবে টিকটক নিষিদ্ধ করা হয়েছে।
ট্রাম্পের হাত ধরে আমেরিকায় ফিরল টিকটক
Trump signs executive order to keep TikTok operational in the U.S. for 75 days to give the company time to find an American buyer
— BNO News (@BNONews) January 21, 2025