Trump Putin Alaska Meeting: ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলাস্কায় বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে মহাবৈঠক শেষ হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের মধ্যে তিন ঘণ্টার মহাবৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনও স্থির সিদ্ধান্ত হল না। তবে সেখান ঠিক কী হল তা এখনও নিয়ে এখনও সাসপেন্স রয়েছে। মহাবৈঠক শেষে সাংবাদিকদের সামনে ট্রাম্প ও পুতিন ১২ মিনিট যৌথ বিবৃতি দিলেন, তবে কোনও প্রশ্ন নিলেন না। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, " যুদ্ধবিরতি নিয়ে চুক্তি হবে তখনই, যখন সত্যিই চুক্তি সম্পন্ন হবে।" ট্রাম্প বলেন, "যুদ্ধ থামানো নিয়ে আমরা বেশ কিছু বিষয়ে এগিয়েছি ঠিকই, তবে এখনো কয়েকটি জটিল ইস্যু সমাধান বাকি রয়েছে।" পুতিন সরাসরি সাংবাদিকদের কিছু জানালেও, রাশিয়ান সংবাদমাধ্যমে প্রকাশ, এবার মস্কোয় য়ুদ্ধবিরতি নিয়ে জেলেনস্কির সঙ্গে বসতে পারেন রুশ প্রেসিডেন্ট। আর সেই বৈঠক উপস্থিত থাকতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। ট্রাম্প এবার যুদ্ধবিরতি নিয়ে বলটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কোর্টে ঠেলে দিলেন।
বৈঠককে ১০-র মধ্যে ১০ দিলেন ট্রাম্প
ফক্স নিউজ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প মহাবৈঠকটিকে "১০-এর মধ্যে ১০" নম্বর দিয়েছেন, যদিও স্পষ্ট কোনো ফলাফল মেলেনি। তিনি ভবিষ্যতে যুদ্ধ থামা নিয়ে আশাপ্রকাশ করেছেন। মহাবৈঠক শেষে ট্রাম্পের মুখে স্বস্তির হাসি আর যুদ্ধবিরতি নিয়ে আশার কথা শোনা গিয়েছে। পুতিন অবশ্য পুরো চুপ। তবে আলাস্কায় উপস্থিত সাংবাদিকরা বলছেন, বৈঠক শেষে রুশ প্রেসিডেন্টের বেঁকা হাসিই বলে দিচ্ছে তাঁর এই মহাবৈঠক থেকে যা আদায় করেছিল তা নিয়ে করে নিয়েছেন। মোটের ওপর এই মহাবৈঠকে যা হল, তা এরকম- ১)ইক্রেনের দখল নিয়ে রাশিয়ার শর্তই মোটের ওপর মেনেছেন ট্রাম্প, পুতিন কথা দিয়েছেন যুদ্ধ থামানোর। ২) যুদ্ধ থামানো নিয়ে বল এবার ইউক্রেনের কোর্টে ঠেললেন। প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর দেশের একটা বড় অংশ রাশিয়াকে দিতে রাজি হলে যুদ্ধ থামবে। ৩) এবার যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি বসবেন পুতিন ও জেলেনস্কি।
সাংবাদিক সম্মেলনে ট্রাম্প-পুতিন
#BREAKING: Putin confirms there would be no war if Trump were President in 2022
— JUST IN | World (@justinbroadcast) August 16, 2025
ইউক্রেন দখল নিয়ে মরিয়া পুতিন
রুশ-ইউক্রেনের সেই বৈঠকে হাজির থাকতে পারেন ট্রাম্পও। আলাস্কায় বৈঠক শেষে বিমানে ওঠার আগে পুতিন বললেন, তাঁরও যুদ্ধ শেষ করতে বিশেষভাবে আগ্রহী। কিন্তু তার আগে যে মূল কারণগুলো থেকে সংঘাত শুরু হয়েছে, সেগুলো মুছে ফেলা জরুরি। ইউক্রেনের বর্তমান অবস্থা তিনি দেখছেন রাশিয়ার নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে। অর্থাৎ, শুধু যুদ্ধ থামানো নয়—পুতিনের মতে, শান্তির জন্য দরকার সেই শেকড় উপড়ে ফেলা, যেখান থেকে এই লড়াইয়ের জন্ম। মহাবৈঠক শেষে ট্রাম্প স্বীকার কর বললেন, "আমি ভেবেছিলাম রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে সহজেই থামিয়ে দেবো। ভেবেছিলাম "সবচেয়ে সহজে সমাধানযোগ্য" হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কিন্তু শেষ পর্যন্ত এটাই হয়ে উঠল সবচেয়ে কঠিন।" প্রসঙ্গত, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে তিনি ক্ষমতায় আসার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আলাস্কার মহাবৈঠকের দিকে তাকিয়ে নয়া দিল্লি
মহাবৈঠকের দিকে গোটা বিশ্বের সঙ্গে তাকিয়ে আছে নয়া দিল্লিও। মহাবৈঠকে পুতিনের সঙ্গে ট্রাম্পের রফা হয়ে গেলে বড় সুবিধা হবে ভারতের। কারণ রাশিয়ান তেল কেনায় ট্রাম্পের শুল্কের কোপে পড়েছে ভারত। তাই পুতিনের সঙ্গে ট্রাম্পের ফের বন্ধুত্ব হলে তেল কেনার ইস্যুটি আর শুল্তের বিষয় থাকবে না। আলাস্কায় মহাবৈঠকের পর মনে করা হচ্ছে ট্রাম্পের সঙ্গে পুতিনের বরফ গলেছে।