মহাকাশ জয়ের হাসি (ছবিঃANI)

নয়াদিল্লিঃ রুদ্ধশ্বাস অপেক্ষার ২৮৬ দিন। অবশেষে সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে ঘরে ফিরলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস(Sunita Williams) ও তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর(Barry Butch Wilmore)। বিগত ৯ মাস ধরে সুনীতাদের ঘরে ফেরানো যেন কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বারবার ফেরার দিন নির্ধারণ করা হলেও তা ভেসতে যাচ্ছিল বিভিন্ন কারণে। এই উৎকণ্ঠার মধ্যে নাসার সঙ্গে জোট বেঁধে ৯ মাস পর মহাকাশে আটকে থাকা দুই মহাকাশচারীকে ঘরে ফেরাতে সক্ষম হল ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স। আর ঘরের মেয়ে ঘরে ফিরতেই ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সুনীতাদের ঘরে ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

সুনীতাদের ঘরে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। আর সেই মতো সুনীতারা পৃথিবীতে ফিরতেই এক্স হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, "যা প্রতিজ্ঞা করা হয়েছিল, তা রাখা হল।" শুধু ট্রাম্পই নন সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে ইলন মাস্ককেও। একই সঙ্গে এই অসাধ্য সাধনের জন্য স্পেস এক্স ও নাসার বিজ্ঞানীদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন টেসলা কর্তা। সবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে ভোলেননি মাস্ক।

সুনীতারা ঘরে ফিরতেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা ট্রাম্পের