
সিডনি, ১ মার্চ: ভয়ঙ্কর বন্যা অস্ট্রেলিয়ায় (Australia)। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ বন্যার জেরে কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ বন্যার (Flood) জেরে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
রিপোর্টে প্রকাশ, সাউথ ওয়েলসের লিসমোর নদী উপচে জল বের হতে শুরু করেছে। লিসমোর নদীর বাধ ভেঙে পড়েছে। লিসমোরের বাধে ভাঙনের জেরে নিউ সাউথ ওয়েলসের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ফলে বিপর্যয় মোকাবিলাকারী দল উদ্ধার কাজ শুরু করেছে। ব্রিসবন, কুইোন্সল্যান্ডের একাধিক এলাকাও প্লাবিত ভয়াবহ বন্যার জেরে।
আরও পড়ুন: Russia-Ukraine War: সম্মুখে বিপদ? যেভাবে হোক আজকের মধ্যে কিভ ছাড়ুন, ভারতীয়দের পরামর্শ দূতাবাসের
“I’ve never seen it like this. Ever.”
Residents of Lismore, New South Wales, are in shock after severe rainfall led to record-breaking floods in eastern Australia, per Reuters. Prime Minister Scott Morrison is calling it a “crisis situation.” pic.twitter.com/BPOyvNjJX9
— Rameek Sims (@rameeksims) February 28, 2022
নিউ সাউথ ওয়েলসের অবস্থা ভয়াবহ। ফলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন। পাশাপাশি স্থানীয়দের উদ্ধারে যাতে কোননও সমস্যা না হয়, সেদিকেও তদারকি শুরু করেছেন স্কট মরিসন।