Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

কিভ, ১ মার্চ:  যে করে হোক মঙ্গলবারের মধ্যে কিভ (Kyiv) ছাড়ুন। কিভে যে ভারতীয়সহ পড়ুয়ারা রয়েছেন, তাঁদের প্রতি এমনই বার্তা দেওয়া হল ইউক্রেনে (Ukraine) থাকা ভারতীয় দূতাবাসের তরফে। ট্রেন হোক বা অন্য যানবাহন, যেভাবে হোক আজকের মধ্যে ইউক্রেনের রাজধানী শহর ছেড়ে বেরিয়ে যান ভারতীয়রা। এমনই বার্তা দেওয়া হল ইউক্রনের ভারতীয় (India) দূতাবাসের তরফে।

 

প্রসঙ্গত, আগামী ২ মাার্চের মধ্য রুশ সেনা কিভ দখল করবে। এমনই জানান রাশিয়ার (Russia)  উপবিদেশমন্ত্রী অ্যান্দ্রেই ফেরদভ। ২ মার্চের আগে মাত্র কয়েক ঘণ্টা বাকি। তাই বিপদ বুঝেই কি ভারতীয়দের কিভ ছাড়ার পরামর্শ দেওয়া হল ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে? উঠছে এমন প্রশ্ন।

এদিকে ইউক্রেনে রাশিয়ার বোমাবর্ষণ শুরুর পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখান ইউক্রেনে থাকা ভারতীয় এবং পড়ুয়াদের যাতে দ্রুত উদ্ধার করা যায়, সেই আবেদন জানানো হয় দিল্লির তরফে।