Representative Image

নতুন দিল্লি, ৩ মার্চ:  সুইডেনেজ আকশসীমা লঙ্ঘন করল রাশিয়ার চার যুদ্ধবিমান (Russian Fighter Jets)। সুইডিশ সশস্ত্র বাহিনীর তরফে এই খবর মিলেছে। সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে , আকাশসীমায় নজরদারি চালানোর সময় তোলা ছবিতে ধরা পড়ে যে রাশিয়ার যুদ্ধবিমান সুইডেনের আকাশে ঢুকে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে,  সমুদ্রের ওপারে গটল্যান্ডের দিক থেকে  দুটি রাশিয়ান SU 27 এবং দুটি রাশিয়ান SU 24 যুদ্ধবিমান সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে।

এই ঘটনায় দৃশ্যতই বিরক্ত সুইডিশ বায়ুসেনা কম্যাণ্ডার কার্ল জন এডস্ট্রম, “বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপেশাদার দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছে রাশিয়া”।