Bats (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: একটি বাদুড়কে (bat) মেরে সুপ (soup) করে খেয়ে তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। এর জেরে পাঁচ বছরের জেল হেফাজত হল থাইল্যান্ডের (Thailand) এক ব্লগারের (blogger)।

ফোনচানোক শ্রীসুনাকলুয়া (Phonchanok Srisunaklua) নামে ওই ইউটিউবার (YouTuber) ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিয়ো সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, মরা বাদুড়টি সুপের মধ্যে রয়েছে আর তার চারপাশে রয়েছে চেরি ও টমেটো। সুপটি খেতে খেতে ওই ইউটিউবারকে বলতে শোনা যাচ্ছে জিনিসটি খুব সুস্বাদু এবং খেতে কাঁচা মাংসের মতো লাগছে। ভিডিয়োর একটি অংশে ওই ইউটিউবারকে গোটা বাদুড়টিকে ক্যামেরার সামনে তুলে ধরতে দেখা যাচ্ছে। কোনটা দাঁত, কোনটা হাড় তা পরিষ্কার ভাবে দেখাচ্ছেন দর্শকদের। হাড় চিবোতে চিবোতে তিনি বলছেন হাড়টি খুবই নরম।

ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই ওই ইউটিউবারের নামে একাধিক অভিযোগ জমা পড়ে প্রশাসনের কাছে। যে বাদুড়কে করোনা ভাইরাস সংক্রমণের অন্যতম কারণ মনে করা হচ্ছে, তার মাংস এইভাবে খাওয়ার ভিডিয়ো ইউটিউবে পোস্ট করা কতটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

এপ্রসঙ্গে ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল পার্কের ওয়াইল্ড লাইফ হেল্থ ম্যানেজমেন্ট গ্রুপের প্রধান জানান, ভিডিয়োটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়েছি। এটা শুধু থাইল্যান্ড নয় গোটা পৃথিবীর জন্য একটা বিপদের সংকেত। এই ধরনের আচরণ কখনই কাম্য নয়।