দিল্লি, ১ জুলাই: জঙ্গিদের (Terrorist) আস্তাকুঁড় পাকিস্তানে (Pakistan) ফের বাড়বাড়ন্ত সন্ত্রাসবাদীদের। এবার পাকিস্তান থেকে প্রকাশ্যে হুমকি দিতে দেখা গেল এক মৌলবীকে। এক সভায় ওই পাক মৌলবীকে বলতে শোনা যায়, 'ভারতের রাম মন্দিরে ভেঙে দিক অসীম মুনির।' পাকিস্তানি সেনা প্রধানকে উদ্দেশ্য করে ওই মৌলবী বলতে শুরু করে, অপারেশন সিঁদূরে যেমন পাকিস্তানকে নিশানা করেছে ভারত (India), তেমনি এবার অযোধ্যার রাম মন্দিরকে (Ayodhya Ram Temple) পাক সেনা প্রধান 'নিশানা' করুন। প্রকাশ্যে দাঁড়িয়ে ভারতের রাম মন্দিরের উদ্দেশ্যে হুমকি দিতে শোনা যায় ওই পাক মৌলবীকে।
প্রসঙ্গত অপারেশন সিদূঁরের সময় কোনও ধর্মীয় স্থানে আঘাত করা হয়নি। শুধুমাত্র জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপারেশন সিঁদূরের পর ভারতের তরফে স্পষ্ট জানানো হয়। তবে সিঁদূরের মাঝে পাকিস্তান যখন ড্রোন দিয়ে প্রত্যাঘাতের চেষ্টা চালায়, সেই সময় গুরুদ্বারে আঘাত করা হয়। যা একেবারেই বাঞ্ছনীয় নয়। ধর্মীয়স্থানকে নিশানা করে পাকিস্তান নিকৃষ্ট কাজ করলেও, ভারত কখনও ধর্মীয় স্থানে আঘাত করেনি। আর এবার পাকিস্তানে দাঁড়িয়ে ভারতের রাম মন্দিরকে উদ্দেশ্য করে হুমকি দিতে শোনা যায় পাকিস্তানের মৌলবীকে।
পাকিস্তানের ওই মৌলবী কোন ধরনের কুকথা বলতে শুরু করে দেখুন...
When a maulvi in Pak openly threatens the Ayodhya Ram Mandir and calls on the Army Chief to destroy it, it proves how tightly religion, extremism & military power are entangled in #TerrorStatePakistan.@amritabhinder@LtGenDPPandey@theAshleyMollypic.twitter.com/6TEpSgUcjk
— Shivani Arora (@ShivaniArora_85) July 1, 2025
সন্ত্রাসবাদীদের ভূমি হিসেবে পরিচিত পাকিস্তানে দাঁড়িয়ে যখন ওই মৌলবী ভারতকে নিয়ে কুকথা বলে হুমকি দিতে শুরু করে।