Pak Asim Munir (Photo Credit: ANI/X)

দিল্লি, ৩০ জুন: এবার ফের প্রকাশ্যে সন্ত্রাসবাদ (Terrorism) এবং জঙ্গিদের সমর্থন করলেন পাকিস্তানের (Pakistan Army Chief Asim Munir) আর্মি চিফ ফিল্ড তথা সেনা প্রধান অসীম মুনির। জম্মু কাশ্মীরে সন্তারসবাদীদের হামলা, তাদের কার্যকলাপকে 'বৈধ সংগ্রাম' হিসেবে বর্ণনা করেন অসীম মুনির। পাশাপাশি তিনি আরও দাবি করেন, জম্মু কাশ্মীরের যে হামলাগুলিকে ভারত সন্ত্রাসবাদ বলে দাবি করছে, তা আসলে সেখানকার মানুষের 'বৈধ সংগ্রাম'। জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) মানুষের নিজেদের 'জীবনের লড়াই'। কাশ্মীরের মানুষের এই সংগ্রামকে সমর্থন পাকিস্তান করবে বলে মন্তব্য করেন অসীম মুনির। অর্থাৎ পহেলগাম (Pahalgam Terror Attack) হামলা বা অন্য যে কোনও ধরনের সন্ত্রাসী কার্যকলাপকে (যেগুলি ভারতের মাটিতে করছে জঙ্গিরা) পাকিস্তান সমর্থন করবে বলে দাবি করেন অসীম মুনির।

শনিবার পাকিস্তানি নৌসেনার একটি অনুষ্ঠান চলছিল। সেখানে হাজির হয়ে অসীম মুনির জঙ্গিবাদকে সমর্থনের দাবি করেন। এসবের পাশাপাশি মুনিরের আরও দাবি, 'বিনা প্ররোচনায়' ভারত ২বার পাকিস্তানের উপর হামলা চালিয়েছে। তৃতীয়বার এই ধরনের কোনও হামলা হলে, তার দায় দিল্লির উপরই বর্তাবে বলে মন্তব্য করেন মুনির।

গত ১৬ এপ্রিল, অর্থাৎ পহেলগাম হামলার ৫ দিন আগে প্রবাসী পাকিস্তানিদের সামনে উসকানিমূলক বক্তব্য রাখেন মুনির। তিনি ওই সময় হিন্দুদের থেকে পাকিস্তানির সংস্কৃতি যেমন আলাদা, তেমনি ভারত ভেঙে পাকিস্তান হয়নি বলে দাবি করেন। ভারত, পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রের জন্ম একসঙ্গে হয়েছে বলে মুনির দাবি করেন। সেই সময় জম্মু কাশ্মীরকে পাকিস্তানের 'শিরা' বলে দাবি করেন মুনির। শুধু তাই নয়, জম্মু কাশ্মীরে ভারত 'দখলদারিত্ব' করছে বলেও তাঁকে দাবি করতে দেখা যায়। ১৬ এপ্রিল মুনিরের উসকানিমূলক বক্তব্যের ৫ দিনের মাথায় পহেলগামের বৈসরণ ভ্যালিতে নীরিহ মানুষের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা।