কাবুল, ২৪ অগাস্ট: দিনের পর দিন ধরে খারাপ হচ্ছে আফগানিস্তানের (Afghanistan) অবস্থা৷ সপ্তাহখানেক আগে থেকে তালিবান ক্রমশ গ্রাস করতে শুরু করে গোটা আফগানস্তান৷ পঞ্জশির ছাড়া আফগানিস্তানের প্রায় সব প্রদেশই দখল করে তালিবান৷ গত ১৫ অগাস্ট কাবুল দখলের পর আফগানিস্তান ছেড়ে পালাতে শুরু করেন মানুষ৷ বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি আফগানরাও নিজেদর দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন৷ কখনও মার্কিন বিমানে চেপে আবার কখনও ভারতীয় (India) বায়ুসেনার বিমানে চেপে আফগানিস্তান ছাড়ছেন সে দেশের নাগরিকরা৷ তেমনই একজন মুসকান৷
তালিবান (Taliban) আফগানিস্তান দখল করার পর গত সপ্তাহে নিজের দেশ ছাড়েন মুসকান৷ আফগানিস্তান কেন ছাড়লেন, এমন প্রশ্নের উত্তরে মুসকান যা বলেন, তাতে শিউরে উঠবেন আপনিও৷
মুসকান বলেন, মৃতদেহের সঙ্গে সহবাস করতেও পিছপা হয় না তালিবান৷ ওই সময় কোনও মহিলা মৃত না জীবিত, তা হিসেব করে না বর্বর জঙ্গিরা৷ তালিবান যা করে, তা কেউ কল্পনাও করতে পারেন না৷ নিউজ ১৮-এর সাক্ষাৎকারে হাজির হয়ে এমনই দাবি করেন মুসকান৷
আরও পড়ুন: Afghanistan: পাকিস্তানের মদত তালিবানকে, আফগানদের করুণ পরিণতির জন্য দায়ি ইসলামাবাদ?
শুধু তাই নয়, আফগানিস্তানের প্রত্যেকটি বাড়ি থেকে একজন করে মহিলাকে (Womens) তুলে নিয়ে যায় তালিবান৷ যদি কোনও মহিলা তাদের বাধা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে গুলি করা হয়৷ এমনকী, ১০, ১২ বছরের শিশুদের তুলে নিয়ে যেতেও পিছপা হয় না তালিবান৷ যদি কোনও পরিবার তাদের বাধা দেয়, তাহলে সেই বাড়ির সব সদস্যদের গুলি করে খুন করা হয় বলে জানান মুসকান৷
আরও পড়ুন: Jammu And Kashmir: জম্মু কাশ্মীরের বন্দিপোরা থেকে পাক মদতপুষ্ট ৬ লস্কর জঙ্গিকে পাকড়াও পুলিশের
পাশাপাশি আফগানিস্তানে কোনও মহিলা কর্মী চাকরি করেন, এমন খবর জানতে পারলে তালিবান তার নিজস্ব রূপ ধারণ করে৷ কর্মরত মহিলাকে হুমকি দেওয়া হয়, অফিসে না যেতে৷ যদি তিনি অফিসে যান, তাহলে তাঁর নিজের জীবন তো বটেই, পরিবারের প্রত্যেককেও গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়৷ এসবের কারণেই ২০ বছর পর তালিবান যখন ফের আফগানিস্তানে ক্ষমতা দখল করে, সেই সময় দেশ ছেড়ে পালাতে শুরু করেন মহিলা সহ নীরিহ আফগান নাগরিকরা৷