দোহা, ২৪ অগাস্ট: তালিবানের (Taliban) ভয়ে আফগানিস্তান (Afghanistan) ছেড়েছেন পপ তারকা আরিয়ানা সাইদ৷ আফগানিস্তান থেকে ইস্তানবুলে পৌঁছেছেন আরিয়ানা (Aryana Sayeed) ৷ দোহায় পৌঁছনোর পর পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসে উঠলেন আফগান পপ তারকা৷
আরিয়ানা অভিযোগ করেন, আফগানিস্তানে তালিবানের বাড়বাড়ন্তের পিছনে রয়েছে পাকিস্তান (Pakistan)৷ দীর্ঘদিন ধরে পাকিস্তানই তালিবানকে আশ্রয় দিয়ে আসছে৷ এমন অনেক অভিযোগই প্রকাশ্যে আসতে শুরু করেছে৷ তালিবানদের যদি এভাবে আশ্রয় বা প্রশ্রয় না দিত পাকিস্তান, তাহলে এই পরিস্থিতি হয়ত দেখতে হত না বলেও রাগে ফুঁসে ওঠেন আরিয়ানা৷
আরও পড়ুন: Afghan Pop Star Aryana Sayeed: শেষ করে দেবে তালিবান? আফগানিস্তান ছেড়ে পালালেন পপ তারকা আরিয়ানা
তিনি আরও বলেন, আফগানিস্তান পুলিশ (Police) প্রশাসন যখনই কোনও তালিবান জঙ্গিকে পাকড়াও করত, মিলত তার পাকিস্তানি পরিচয়৷ তাই এবারেও তার অন্যথা হয়নি বলেই মনে হয়৷ আফগানিস্তানের এই অবস্থার জন্য পাকিস্তানই দায়ি বলে জোর গলায় দাবি করেন আরিয়ানা সাইদ৷
আরও পড়ুন: Afghanistan crisis: অশান্ত আফগানিস্তান থেকে উদ্ধার ৭৮, বায়ুসেনার বিমানে দিল্লিতে ফিরলেন ২৫ জন ভারতীয়
আফগান পপ তারকার কথায়, তিনি এই মুহূর্তে আফগানিস্তানে নেই৷ তাই অসহায় আফগানিদের সাহায্য করতে, তিনি কাজ করবেন৷ বিশ্বের প্রতিটি মানুষ যাতে দেখতে পান আফগানিরা কীভাবে অসহায় হয়ে দিন কাটাচ্ছেন, সে বিষয়ে তিনি কাজ করবেন৷ আফগানিদের এই অবস্থা দূর করতে তিনি তাঁর সুর চড়াবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ আরিয়ানা৷