দিল্লি, ২৪ অগাস্ট: আফগানিস্তানে উদ্ধার কাজ শুরু করেছে ভারত (India)৷ এবার আফগানিস্তান থেকে ৭৮ জনকে উদ্ধার করে তাজিকিস্তান (Tajikistan) হয়ে দিল্লিতে ফিরল ভারতীয় বায়ুসেনরা বিমান৷
জানা যাচ্ছে, আফগানিস্তান (Afghanistan) থেকে ৭৮ জনকে নিয়ে ভারতীয় বায়ুসেনার যে বিমানটি তাজিকিস্তান হয়ে দিল্লিতে ফেরে, তাতে ২৫ জন ভারতীয় রয়েছেন৷ ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, কাবুল থেকে ওই ৭৮ জনকে নিয়ে প্রথমে তাজিকিস্তানের পথে রওনা দেয় বায়ুসেনার বিমানটি৷ সেখান থেকে সেটি দিল্লিতে হাজির হয়৷ এআই ১৯৫৬-তে করে কাবুল থেকে দেশে ফিরে ভারতীয়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়ে৷
প্রসঙ্গত সোমবার আফগানিস্তান থেকে ৭৫ জন শিখ সম্প্রদায়ের মানুষকে নিয়ে দিল্লিতে ফেরে বায়ুসেনার আরও একটি বিমান৷ অশান্ত আফগানিস্তানে যাতে কোনও ভারতীয়কে আর না থাকতে হয়, সে দিকে লক্ষ্য রেখে জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে দিল্লি৷
Helping in the safe return from Afghanistan.
AI 1956 enroute to Delhi from Dushanbe carrying 78 passengers, including 25 Indian nationals. Evacuees were flown in from Kabul on an @IAF_MCC aircraft.@IndEmbDushanbe pic.twitter.com/BcIWLzSLrL
— Arindam Bagchi (@MEAIndia) August 24, 2021
গত ১৫ অগাস্ট তালিবান (Taliban) কাবুল দখল করার পর থেকে আফগানিস্তানের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে৷ আফগানিস্তান থেকে যখন মানুষ প্রাণ হাতে নিয়ে পালাতে শুরু করেছেন, সেই সময় ভারতও নাগরিকদের ফেরাতে ব্যস্ত৷
অন্যদিকে আমেরিকার (US) তরফে ঘোষণা করা হয়, যতক্ষণ না পর্যন্ত সমস্ত মার্কিনিদের দেশে ফেরানো হচ্ছে, ততদিন কাবুল (Kabul) ছাড়বে না আমেরিকান সেনা৷ প্রসঙ্গত, আগামী ৩১ অগাস্টের মধ্যে সমস্ত মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার কথা৷