দেশে ফিরলেন নাগরিকরা, ছবি ট্যুইটার

দিল্লি, ২৪ অগাস্ট: আফগানিস্তানে উদ্ধার কাজ শুরু করেছে ভারত (India)৷ এবার আফগানিস্তান থেকে ৭৮ জনকে উদ্ধার করে তাজিকিস্তান (Tajikistan) হয়ে দিল্লিতে ফিরল ভারতীয় বায়ুসেনরা বিমান৷

জানা যাচ্ছে, আফগানিস্তান (Afghanistan) থেকে ৭৮ জনকে নিয়ে ভারতীয় বায়ুসেনার যে বিমানটি তাজিকিস্তান হয়ে দিল্লিতে ফেরে, তাতে ২৫ জন ভারতীয় রয়েছেন৷ ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, কাবুল থেকে ওই ৭৮ জনকে নিয়ে প্রথমে তাজিকিস্তানের পথে রওনা দেয় বায়ুসেনার বিমানটি৷ সেখান থেকে সেটি দিল্লিতে হাজির হয়৷ এআই ১৯৫৬-তে করে কাবুল থেকে দেশে ফিরে ভারতীয়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়ে৷

প্রসঙ্গত সোমবার আফগানিস্তান থেকে ৭৫ জন শিখ সম্প্রদায়ের মানুষকে নিয়ে দিল্লিতে ফেরে বায়ুসেনার আরও একটি বিমান৷ অশান্ত আফগানিস্তানে যাতে কোনও ভারতীয়কে আর না থাকতে হয়, সে দিকে লক্ষ্য রেখে জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে দিল্লি৷

 

গত ১৫ অগাস্ট তালিবান (Taliban) কাবুল দখল করার পর থেকে আফগানিস্তানের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে৷ আফগানিস্তান থেকে যখন মানুষ প্রাণ হাতে নিয়ে পালাতে শুরু করেছেন, সেই সময় ভারতও নাগরিকদের ফেরাতে ব্যস্ত৷

আরও পড়ুন: Covid Third Wave: সাবধান, অক্টোবরে পুজোর মাসেই করোনার তৃতীয় ঢেউ তুঙ্গে উঠতে পারে, ঝুঁকি আছে শিশুদের! বলছে NIDM রিপোর্ট

অন্যদিকে আমেরিকার (US) তরফে ঘোষণা করা হয়, যতক্ষণ না পর্যন্ত সমস্ত মার্কিনিদের দেশে ফেরানো হচ্ছে, ততদিন কাবুল (Kabul) ছাড়বে না আমেরিকান সেনা৷ প্রসঙ্গত, আগামী ৩১ অগাস্টের মধ্যে সমস্ত মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার কথা৷