কাবুল, ৭ অগাস্ট: ফের হামলা তালিবানের (Taliban)। আফগানিস্তানের অন্যতম শহর জারাঞ্জ দখল করল তালিবান। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে প্রকাশ করা হয়েছে ওই খবর।
আফগানিস্তানের (Afghanistan) দক্ষিণ নিমরাজ প্রদেশের অন্যতম শহর হল জারাঞ্জ। শুক্রবার সেই শহরই দখল করে নেয় তালিবান। জারাঞ্জের পাশাপাশি লস্কর ঘা নামে আফগানিস্তানের আরও একটি গুরুত্বপূর্ণ শহরকে নিজেদের দখলদারির মধ্য়ে নিয়ে এসেছে তালিবান। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর ঘা।
আরও পড়ুন: Corona Vaccination: 'দেশের সব মানুষের টিকাকরণ করতে নিরন্তর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র'
২০০১ সালে মার্কিন (US) এবং ন্যাটো বাহিনী আফগানিস্তানে আসার পর থেকে ইসলামিক শাসনের পালা শেষ হয়। সেই থেকে মার্কিন এবং ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে ফিরে যাওয়া শুরু করলে, সেখান ফের নতুন করে হানাদারি চালিয়ে নিজেদের আধিপত্য স্থাপন করতে শুরু করেছে তালিবান।
এসবের পাশাপাশি আফগান (Afghan) সীমান্ত এলাকায় তালিবানের শোষণ অব্যাহত। সীমান্তবর্তী গ্রামগুলিতে হানা দিয়ে সেখানকার সাধারণ মানুষের উপর তালিবান অত্যাচার শুরু করেছে অভিযোগ করা হয় সে দেশের সরকারের তরফে। হেরাট, কান্দাহারের পর জারাঞ্জের মতো গুরুত্বপূর্ণ শহর ফের দখল করল তালিবান।