দিল্লি, ৭ অগাস্ট: গোটা দেশ জুড়ে দ্রুত এগোচ্ছে করোনা টিকাকরণ (Corona Vaccination)। এর আগে একদিনে ২.৫ লক্ষ ভ্যাকসিন উৎপাদন করা হত। বর্তমানে সেই মাত্রা বেড়ে গিয়েছে। বর্তমানে সেই টিকা উৎপাদনের মাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪০ লক্ষ। বর্তমানে প্রতিদিন ৪০ লক্ষ করে টিকা উৎপাদিত হচ্ছে। তার জেরে গোটা দেশ জুড়ে হু হু করে বাড়ছে টিকাকরণের মাত্রা। এবার এমনই জানালেন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার (Bharati Pravin Pawar)।
সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাক্ষাৎকারে ভারতী পাওয়ার জানান, গোটা দেশের মানুষকে যাতে টিকাকরণের আওতায় আনা যায়, তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে সবদিক বিবেচনা করেই তৈরি করা হচ্ছে টিকা। শিগগিরই গোটা দেশের (India) মানুষের টিকাকরণ সম্পূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন ভারতী প্রবীণ পাওয়ার।
আরও পড়ুন: Jammu and Kashmir: শনিবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু কাশ্মীর, গুলির লড়াইয়ে নিহত জঙ্গি
তিনি আরও বলেন, টিকাকরণের মাধ্যমেই একমাত্রা করোনার সঙ্গে লড়াই সম্ভব। মানুষের কাছে টিকা পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার ক্রমাগত সমস্ত ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান স্বাস্থ্যপ্রতিমন্ত্রী।