শ্রীনগর, ৭ অগাস্ট: শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) বদগাঁও ( Budgam) এলাকা। বদগাঁওয়ে জঙ্গি লুকিয়ে রয়েছে, এমন খবর পাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় সেনা, জঙ্গি গুলির লড়াই। টানা কয়েক ঘণ্টা ধরে গুলির লড়াইয়ের পর, বদগাঁওয়ে এক জঙ্গিকে নিকেষ করে সেনা বাহিনী।
জানা যায়, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহতর কাছ থেকে এ কে ৪৭ এবং পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে ওই জঙ্গির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ শুরু হয়েছে।
আরও পড়ুন: Rahul Gandhi: 'প্রত্যেক ভারতীয়র ফোনে আড়ি পাতছে মোদী সরকার', অভিযোগ রাহুলের
স্বাধীনতা দিবসের আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশ। বিশেষ করে সাম্বা। সম্প্রতি সাম্বার আকাশে ড্রোনের হানাদারি চোখে পড়ে। কখনও রাতের অন্ধকারে আবার কখনও দিনে দুপুরে। ড্রোনের মাধ্যমেই সন্দেহজনক পাক জঙ্গিরা ফের ভূস্বর্গে হানাদারি চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে সেনার (Indian Army) তরফে।