ফাইল চিত্র।

দিল্লি, ৬ অগাস্ট: মোদী সরকারের (Narendra Modi) একাধিক নীতির বিরুদ্ধে সরব হলেন রাহুল গান্ধীরা। কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের সাংসদরা কেন্দ্রীয় সরকারের কৃষি নীতি, পেগাসাস স্পাইওয়্যারের বিরুদ্ধে শুক্রবার সরব হন এককাট্টা হয়ে।

শুক্রবার দিল্লির যন্তর মন্তরে হাজির হন কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা। শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গে মল্লিকার্জুন খাড়্গে, অম্বিকা সোনি, গৌরব গগৈ, শিবসেনার সঞ্জয় রাউত, আরজেডির মনোজ শা-সহ একাধিক নেতাকে বাসে উঠতে দেখা যায়। যন্তর মন্তরে কৃষকদের সঙ্গে বিক্ষোভে হাজির হন রাহুল সহ বিরোধীরা। যন্তর মন্তরে প্রতিবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

আরও পড়ুন: Jammu & Kashmir: গুলির লড়াই রাজৌরিতে, ২ জঙ্গিকে খতম করল বাহিনী

তিনি  বলেন, সমস্ত বিরোধী দলের নেতারা হাজির হয়েছেন যন্তর মন্তরে। কেন্দ্রের 'কালা কানুন' এবং কৃষি নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। সংসদের অধিবেশনে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বার বার আলোচনার দাবি জানাচ্ছে বিরোধীরা, অথচ সরকার কিছুতেই আলোচনায় রাজি হচ্ছে না বলে অভিযোগ করেন রাহুল গান্ধী।

এসবের পাশাপাশি পেগাসাস নিয়ও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদী সরকার প্রত্যেক ভারতীয়র ফোনে আড়ি পাততে শুরু করেছে।