Taliban: ধর্মে মূর্তি রাখার অনুমতি নেই, শিশুদের পার্ক জ্বালিয়ে দিল তালিবান, দেখুন ভিডিয়ো
জ্বলছে পার্ক, ছবি সংগৃহীত

কাবুল, ১৮ অগাস্ট: নয়ের দশকের তালিবানের (Taliban) সঙ্গে বর্তমান সংগঠনের তফাৎ রয়েছে৷ আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতা দখলের পর সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করেন তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ৷ তালিবান যে দাবিই করুক না কেন, বাস্তবে তাদের ছবিটা যে খুব একটা বদলায়নি, তা ফের স্পষ্ট হয়ে গেল৷

মঙ্গলবার আফগানিস্তানের এক মানবাধিকর সংগঠনের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়৷ যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, শিশুদের (Children) খেলার একটি পার্কে দাউ দাউ করে আগুন জ্বলছে৷

 

সংশ্লিষ্ট সংগঠনের তরফে দাবি করা হয়, তালিবান যে পার্কটিতে (Amusement Park) আগুন লাগিয়ে দেয়, সেখানে বিভিন্ন মূর্তি রাখা ছিল৷ ইসলামে মূর্তি রাখার অনুমতি নেই৷ সেই কারণেই শিশুদের ওই পার্কে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়৷

আরও পড়ুন: Taslima Nasreen: 'কীভাবে মহিলাদের সম্মান করতে হয় বর্বর তালিবান জানে না', আক্রমণ তসলিমার

সংশ্লিষ্ট মানবাধিকার সংগঠনের তরফে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এমনই একের পর এক ভিডিয়ো শেয়াের করা হয়৷ কোথাও সাধারণ মানুষকে মারধর করতে দেখা যায় তালিবানকে৷ আবার কোথাও তালিবানের পতাকা নামিয়ে আফগানিস্তানের পতাকা ওঠাতে দেখা যায় আফগানিদের৷ সবকিছু মিলিয়ে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর তালিবান নিজেদের মতাদর্শ পালটেছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷