কাবুল, ২৩ ডিসেম্বর: আফগনিস্তানে (Afghanistan) ক্ষমতায় আসার পর নারী শিক্ষার উপর কোপ বসায় তালিবান (Taliban)। তালিবান ২.০ আগের তুলনায় অনেক বেশি প্রগতিশীল বলে দাবি করলেও, শেষ পর্যন্ত নিজেদের রূপে তাঁরা ফিরে আসতে শুরু করে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়স্তরে মহিলাদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয় তালিবানের তরফে। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হয়ে যায়। আমেরিকা থেকে রাষ্ট্রসংঘ প্রত্যেক দেশ তালিবানের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। এমনকী, নারী শিক্ষায় বেড়ে পরিয়ে তালিবান আফগানিস্তানের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করে রাষ্ট্রসংঘ।
তালিবানের ওই সিদ্ধান্তের পর এবার প্রকাশ্যে এল একটি ভিডিয়ো। যেখানে তালিবানের মুখপাত্রকে এক সাংবাদ উপস্থাপক প্রশ্ন করেন, তাঁর কন্যা দোহায় পড়াশোনা করে কিনা? সংবাদ পাঠকের ওই প্রশ্নে কার্যত চমকে যান তালিবান মুখপাত্র। প্রকাশ্যে ক্যামেরার সামনে তাঁর কন্যার দোহার স্কুলে পড়াশোনার খবর আসবে, তা কল্পনা করতে পারেননি ওই ব্যক্তি। ফলে সংবাদ পাঠকের প্রশ্নের উত্তর তিনি প্রথমে দিতে পারেননি। প্রশ্ন শুনে প্রথমে থতমত খেয়ে, তারপর কন্যার দোহার স্কুলে পড়ার কথা স্বীকার করেন তালিবান মুখপাত্র। দেখুন সেই ভিডিয়ো...
Anchor : your daughters go to school in Doha..
right?
Taliban Spokesperson: ahhh ahhhh ummm…yeah ...Of course pic.twitter.com/khiUq4dEsP
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) December 23, 2022