
Syringe Attack in France: দর্শকে ঠাসা মিউজিক ফেস্টিভ্যালে চাঞ্চল্যকর কাণ্ড। দর্শকদের উপর হামলা করা হল সিরিঞ্জ ফুটিয়ে। প্যারিসে মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন সিরিঞ্জের এলোপাথাড়ি কোপে আহত অন্তত ১৪৫ জন দর্শক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জন হামলাকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিবছর ফ্রান্সজুড়ে অনুষ্ঠিত হয় ‘ফেটেস দে লা মিউজিক’ নামে একটি অতি জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যাল। বহু মানুষ ভিড় করেন এই ফেস্টিভ্যালে। শনিবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘ফেটেস দে লা মিউজিক’ ঘিরে যখন আনন্দে মাতোয়ারা দর্শকেরা। এমন সময়েই ঘটল সেই কাণ্ড। ভিড়ের মধ্যে মিশে গিয়ে একদল হামলাকারী ফেস্টিভ্যালে আসা দর্শকদের উপর সিরিঞ্জ হামলা চালাতে থাকি। মুহূর্তের মধ্যে বদলে যায় মিউজিক ফেস্টিভ্যালের চেহারা। আক্রান্ত দর্শকরা চিৎকার করতে শুরু করেন। হুড়োহুড়ি কাণ্ড বেধে যায় অনুষ্ঠানস্থলে। ঘটনা ঘিরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।
প্যারিস মিউজিক ফেস্টিভ্যালে সিরিঞ্জ হামলা
পুলিশ সূত্রে খবর, সিরিঞ্জের এলোপাথাড়ি কোপে অন্তত ১৪৫ জন দর্শক আহত হন। আহতদের মধ্যে অধিকাংশই তরুণী। সিরিঞ্জ হামলার পর অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। হাসপাতালে চিকিৎসা চলছে সকলের। সিরিঞ্জের মধ্যে কোনরকম ওষুধ কিংবা বিষাক্ত পদার্থ ছিল কিনা তা জানার চেষ্টা চলছে। আক্রান্তদের টক্সিকোলজি পরীক্ষার করা হয়েছে।
সিরিঞ্জ হামলার জেরে মিউজিক ফেস্টিভ্যালে চাঞ্চল্যঃ
Nightmare in #France
Needle attacks spark panic at Music Festival
France's annual Fête de la Musique turned into public safety scare after 145 people, mostly women reported being pricked with syringes during celebrations across the country
The bizarre attacks were reported in… pic.twitter.com/mbxowA35uO
— Nabila Jamal (@nabilajamal_) June 24, 2025
পুলিশ আরও জানাচ্ছে, গ্রেফতার হওয়া ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্যে তাঁরা এই কাজ করেছেন তা জানার চেষ্টা চলছে। বাকি অভিযুক্তদের চিহ্নিত করার জন্যে খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। তাঁদেরও দ্রুত গ্রেফতার করা হবে।