Nobel Laureate Muhammad Yunus (Photo Credit: X)

 কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পদত্যাগ করে দেশ ছাড়ার পর উচ্ছ্বাসে মেতেছেন দেশবাসীরা। চারিদিকে যেন বিজয়োল্লাস। বর্তমানে দেশের সেনাদের হাতে রয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বিভিন্ন চিত্র উঠে এসেছে, কেউ  উল্লাসে মাতেন অবার কোথাও কোথাও ক্ষুব্ধ জনতা শেখ হাসিনার 'গণভবন' সহ সরকারি সম্পত্তি ভাঙচুর শুরু করেন। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পায় পৃথিবীর ইতিহাসে যতবারই গণঅভুর্থান হয়েছে এরকমই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি ভাঙা নিয়ে এপারবাংলা এবং ওপারবাংলার বহু মানুষ দুঃখ প্রকাশ করছেন।

সূত্রে খবর, আজ বাংলাদেশে জাতীয় সরকার গঠন হতে পারে, নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তারাই দেশ চালাবে। জাতীয় সরকার গঠনে আপাতত সুশীল সমাজ বা দেশের বুদ্ধিজীবিরা থাকতে পারে বলে জানা যাচ্ছে। নোবেল জয়ী মহম্মদ ইউনূসকে  (Nobel Laureate Muhammad Yunus) প্রধান অন্তর্বর্তী সরকার (Interim Government) করার আহ্বান জানিয়েছেন ছাত্র নেতারা ।

বাংলাদেশের ছাত্রদের হাত ধরেই এই গণআন্দলোনলের শুরু, বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে অসংখ্য শিক্ষার্থী, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অনেক ছাত্রের। তাঁদের দাবিকেই প্রাধান্য দিয়েই অন্তর্বর্তীকালীন সকার গঠন করা হতে পারে বলে সূত্রে খবর।