অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রকের (Ministry of Youth and Sports) উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে (Asif Mahmud Sajeeb Bhuiyan) উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি ভূঁইয়ার আবেগ এবং নিষ্ঠার সাথে নেতৃত্ব দেওয়ার দক্ষতার প্রতি আস্থা প্রকাশ করে উল্লেখ করেছে যে তার নতুন অবস্থানটি দেশের খেলাধুলার জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসেছে। বিসিবি জানিয়েছে, 'আমরা বিশ্বাস করি, খেলাধুলার উন্নয়ন ও সাফল্যের প্রতি ভূঁইয়ার অঙ্গীকার এই গুরুত্বপূর্ণ ভূমিকায় দূরদর্শী নেতৃত্ব এনে দেবে।' বোর্ড বাংলাদেশে ক্রিকেটের উন্নতির জন্য অভিন্ন লক্ষ্য অর্জনে ভূঁইয়াদের সাথে সহযোগিতা করার আগ্রহের ওপরও জোর দিয়েছে। আসিফ মাহমুদ ভূঁইয়া বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে উল্লেখযোগ্য, যে আন্দোলন বড় সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয় যা শেষ পর্যন্ত শেখ হাসিনার প্রশাসনের পদত্যাগের বাধ্য করে। Bangladesh Interim Government: ইউনুসের দায়িত্বে প্রতিরক্ষা, শিক্ষা, রেলসহ ২৭টি গুরুত্বপূর্ণ মন্ত্রক, মন্ত্রী হয়েছেন ছাত্র নেতারাও
The Bangladesh Cricket Board (BCB) extends its heartfelt congratulations to Asif Mahmud Sajeeb Bhuiyan on his appointment as the Advisor of the Interim Government responsible for the Ministry of Youth and Sports.#BCB #Cricket #BDCricket #Banglades #T20 pic.twitter.com/a5D61qMsKv
— Bangladesh Cricket (@BCBtigers) August 9, 2024
কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক দেন। আদমজীতে তিনি কলেজের বিএনসিসি ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন, প্লাটুন সার্জেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। আসিফ ভাষাতত্ত্বের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। Dhaka Tribune-কে আসিফ বলেন, 'তিনি এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। গত তিন দিন ধরে ছাত্র, সুশীল সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে ব্যাপক আলোচনার মাধ্যমে আমরা সফলভাবে এমন একটি সরকার গঠন করেছি যা সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সম্মতি ও প্রচেষ্টাকে প্রতিফলিত করে।'
নেতাদের অনেকেই ছিলেন আখতার হোসেনের নেতৃত্বাধীন নবগঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির। সজীব ভূঁইয়া ছাড়া মহম্মদ নাহিদ ইসলাম বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন। বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম শিক্ষার্থীরা জাতীয় শাসন ব্যবস্থায় এত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। নাহিদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণকের দায়িত্বে থাকবেন। নাহিদ ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা একজন শিক্ষক এবং নাহিদের শিক্ষাজীবন শুরু হয় সরকারি বিজ্ঞান কলেজে, যেখানে তিনি উচ্চ মাধ্যমিক দেন। তিনি ২০১৬-২০১৭ সেশনের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী।