দিল্লি, ২৮ জানুয়ারি: প্রবল ঝড় অ্যানার (Ana ) দাপটে ক্ষতিগ্রস্ত আফ্রিকার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকা। প্রবল ঝড়ের দাপটে আফ্রিকার দক্ষিণাংশের মালওয়াই, মাদাগাস্কার (Madagascar), মোজাম্বিকের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হয়। প্রবল ঝড়ের দাপটে ইতিমধ্যেই বহু মৃত্যু হয়েছে বলে খবর। ঘরছাড়া অনেকে।
মাদাগাস্কায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। ঘরছাড়া প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ। মালওয়াইতে (Malawi) মৃত্যু হয় ১১ জনের। মোজাম্বিকে (Mozambique) মৃত্যু হয়েছে ১৮ জনের। ঝড়ের দাপটে ঘরবাড়ি য়েমন ভেঙে পড়ে, তেমনি বন্যার তোড়ে বহু মানুষ নিখোঁজ হয়ে যান। বন্যার জেরে ২০ হাজার বাড়ি ভেঙে পড়ে বলে খবর।
আরও পড়ুন: Navjot Singh Sidhu: 'নভজ্যোত সিধু নিষ্ঠুর, অর্থের জন্য মাকে বের করে দেন বাড়ি থেকে', বিস্ফোরণ বোনের
দেখুন সেই ভিডিয়ো...