কলম্বো, ১০ মে: অর্থনৈতিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা (Sri Lanka)। সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে (আপাতত প্রাক্তন), প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয় প্রায় গেটা দেশ জুড়ে। সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে, দমন করতে মাঠে নামে পুলিশ। এরপর পুলিশের পালটা হামলায় বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যু হলে, গোটা দেশ জুড়ে আগুন জ্বলতে শুরু করে। বিক্ষোভের মাঝে ইস্তফা দেন মাহিন্দা রাজাপাক্ষে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পরিবারকে নিয়ে গোপণ ডেরায় আশ্রয় নেন রাজাপাক্ষে (Mahinda Rajapaksa)। অন্যদিকে বিক্ষোভকারীরা রাজাপাক্ষের বাসভবন পুড়িয়ে দেন। সেই সঙ্গে জ্বালিয়ে দেন একের পর এক বাস, যানবাহন। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় প্রায় গোটা বিশ্ব জুড়ে।
Sri Lanka | Visuals of burnt buses and damaged vehicles after clashes between govt supporters and anti-govt protesters. Heavy security was deployed outside PM's official residence.
Sri Lankan PM Mahinda Rajapaksa resigned yesterday amid crisis in the country
Source: Reuters pic.twitter.com/AvRL72AXUu
— ANI (@ANI) May 10, 2022
শ্রীলঙ্কার মানুষ যখন চরম অর্থনৈতিক সঙ্কটের মাঝে লড়াই করছেন, সেই সময় কেন সরকার বিরোধীদের উপর হামলা চালানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন দ্বীপরাষ্ট্রের বিরোধী নেতা সাজিদ প্রেমদাসা।
তিনি বলেন, সরকার বিরোধীদের উপর অমানষিক হামলা চালানো হয়েছে। পূর্ব পরিকল্পনা মাফিকই ওই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন সাজিদ প্রেমদাসা।